সারাদিন ডেস্ক::জেলার পীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক দিনমজুর আত্মহত্যা করেছে। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
নিহত দিনেশ পীরগঞ্জ উপজেলার, পানিহাটা গ্রামের, মৃত শধোপ চন্দ্র রায়ের ছেলে। শধোপ চন্দ্র রায়ের পরিবারের লোকজন জানায়, বুধবার রাতে খাওয়া শেষ করে দিনেশ তার ঘরে ঘুমাতে যায়। তার ছোট ভাইয়ের বৌউ চন্দনা রাণী ভোর সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়,এলাকাবাসী বলছে অভাব অনেটন কারনে সে এই।ঘটনা ঘটতে পারে। দিনেশ রায় তার মায়ের পড়নের শাড়ি দিয়ে, আম গাছের ডালের সহিত গলায় ফাঁশ অবস্থায় দেখেছেন চন্দনা রাণী । নেশার টাকার জন্য মা বাবাকে মারধোর করতো , নেশার টাকা না দিতে পারায়, বাবা মার উপর মানঅভিমান করে এমনটি করতে পারে
পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান আত্মহত্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে দিনমজুরের ও যুব সহ ২ জনের আত্নহত্যা আত্মহত্যা
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৬:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮
- ৪১৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ