আজম রেহমান,সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪ জুয়াড়ি ও ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
৩০ সেপ্টেম্বর মধ্যরাতে পীরগঞ্জ থানাধীন ৩নং খনগাঁও ইউপির চাঁদপুর গ্রামের জনৈক সামন্ত রায়ের বাঁশ ঝাড়ে জুয়া খেলার সময়।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকষ দল অভিযান চালিয়ে জুয়ার স্পট থেকে মোঃসাইফুল ইসলাম(৪৫),পিতা-মৃত সোলেমান আলী,সাং-খামার সেনুয়া, জমসেদ আলী(৩২),পিতা-মৃত মোবারক আলী,সাং-লোহাগাড়া চাঁদপুর, ভোটেন চন্দ্র রায়(৩০),পিতা-গৌরাঙ্গ,সাং-আলমপুর ও লিটন চন্দ্র রায়(২৫),পিতা-সাতারু চন্দ্র রায়,সাং-চাঁদপুর থানা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও।কে আটক করে। তাদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা হয়েছে।। থানার মামলা নং-০২।
পীরগঞ্জে গাজাসহ ১ ব্যাক্তি আটক
শহরের মিত্রবাটী জোড়া কবর পাকা রাস্তা থেকে (১)মোঃজাহাঙ্গীর আলম(৪৫),পিতা-মৃত ফাকাতুল্লাহ,সাং-সাটিয়া,থানা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁওকে ৫০(পঞ্চাশ)গ্রাম গাঁজাসহ আটক করে।পুলিশ। তার বিরদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৭(ক) ধারায় মামলা হয়েছে।মামলা নং-০১।
আসামীদের ১ অক্টোবর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে ৪ জুয়াড়ী ও ১ গাজা ব্যবসায়ী আটক
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৮:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮
- ১১০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ