আজম রেহমান,সারাদিন ডেস্ক::একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়নের দাবীতে ০১ ডিসেম্বর আধাবেলা অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
অবরোধ চলাকালে শহরের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ ছিল। শহরের পশ্চিম চৌরাস্তা মোড়ে ব্যারিকেড ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও আলোচনা সভা করা হয় দুপুর ১২ টায়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি মনোনয়ন প্রত্যাশি ইমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইকরামুল হক, সহ.সভাপতি শামিমুজ্জামান জুয়েল, সাধারন সম্পাদক আখতারুল ইসলাম,পৌর মেয়র কশিরুল ইসলাম,মো. গোলাম রব্বানী, সাংগাঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, শাহআলম, রেজওয়ানুল হক বিপ্লব, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুব জামান জ্যাম, সম্পাদক রাজিউর রহমান রাজু, মহিলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ারা খাতুন বুলবুল, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক, রাণীশংকৈল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম পুতুল, যুবলীগ সভাপতি খোরশেদ আলম মোল্লা, মাহাবুব আলম চেয়ারম্যান ও মোস্তাফিজুর রহমান চেয়ারম্যান, ছাত্রলীগ সভাপতি আল কিবরিয়া আবেদীন সম্পাদক আবুল কালাম আজাদ, কলেজ ছাত্রলীগ সভাপতি রিগান আলী, মুক্তিযোদ্ধা রফিজ উদ্দীন বীর প্রতিক প্রমুখ। বক্তারা বলেন, এই আসনে জননেতা ইমদাদুল হক পরপর ২ বার মনোনয়ন পাওয়ার পরেও প্রত্যাহার করেছেন কিন্তু এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে তাকে জীবনের পড়ন্ত বেলায় এবারের মত মনোনয়ন দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।
সমাবেশে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত লাগাতার বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষনা দেন মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-৩ আসনে আ’লীগের মনোনয়নের দাবীতে আধাবেলা অবরোধ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৬:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮
- ১১৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ