আজম রেহমান,সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবির সাথে গ্রামবাসীর সংঘর্ষে বিজিবি’র গুলিতে ৩ জন নিহত ও ২০ আহত হওয়ার ঘটনার উদ্ভূত পরিস্থিতি পরিদর্শনে এলেন বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোঃ শাফিনুল ইসলাম। তিনি অনাকাঙ্খিত এমন পরিস্থিতির উদ্ভব যেন আর না হয়, সে অঙ্কিার ব্যাক্ত করেন।
সোমবার বিকেলে স্থানীয় সার্কিট হাউস সভাকক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি ১২ ফ্রেব্রুয়ারির ঘটনাকে স্থানীয় জনসাধারণ ও বিজিবিসহ সবার জন্য অনাকাক্সিক্ষত বলে উল্লেখ করে বলেন , ঘটনা তদন্তে একজন বিজিবি’র অতিরিক্ত-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ এর নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি তদন্ত করছেন। তদন্ত রিপোর্ট পেলেই বিজিবি’র সদস্যসহ যারাই দায়ী হোক না কেন দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি বাংলাদেশের পুরো সীমান্তকে পাহাড়ার কাজে নিয়োজিত বিজিবির সাথে সাংবাদিকসহ সকল পর্যায়ের জনসাধারণকে সহযোগীতা ও সমর্থনের আহবান জানান।
এর আগে বিজিবি মহাপরিচালক বিষয়টি নিয়ে ঘটনাস্থল এলাকার জনসাধারন, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ সুপার , জেলা প্রশাসক ও বিজিবি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিজিবি অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান, কর্নেল মতিউর রহমান, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সামসুল আরিফিন, ঠাকুরগাঁও,পঞ্চগড়,নীলফামারি ব্যাটেলিয়ন কমান্ডারগণ , জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, এসপি মুহা.মনিরুজ্জামান-পিপিএম সহ কর্মকর্তাগণ। মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
অনাকাঙ্খিত পরিস্থিতির উদ্ভব যেন আর না হয় এ অঙ্গিকার বিজিবি মহাপরিচালকের
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৭:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯
- ১১৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ