পীরগঞ্জ(ঠাকুরগাঁও)::জেলার পীরগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ১৬ মে শহরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এডাব্লিউএম রায়হান শাহ’র নেতৃত্বে পরিচারিত ভ্রাম্যমান আদালত শহরের কলেজ বাজারের ব্রয়লার মুরগী ও মাংশ বিক্রেতার দোকানে মূল্যতালিকা না থাকায় মো.আব্দুল জলিল মাংস ঘর ও আবুল হোসেন ব্রয়লার মাংশ ঘরকে মূল্যতালিকা না টানানোয় ১৫ শ’ টাকা করে এবং শহরের কাজী নজরুল ইসলাম সড়কের প্রাণি পুষ্টি ওষুধ ঘরকে মেয়াদোত্তীর্ন ওষুধ রাখায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল টিমে ভেটেরিনারী সার্জন ডা.মো.আবু সরফরাজ হোসেন, থানার সাব-ইন্সপেক্টর শাখাওয়াত হোসেন, স্বাস্থ্য বিভাগের সেনিটারী ইন্সপেক্টর মো. বকুল আলম, প্রানিসম্পদ বিভাগের সিনিয়র সম্প্রসারন কর্মী মো.নুরুজ্জামান যুক্ত ছিলেন। মোবাইল টিম বাজারের প্রবেশ করার খবর পেয়ে অনেক দোকান মালিক দোকান ফেলে গা ঢাকা দেয়।
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে মোবাইল কোর্টে ব্রয়লার মাংশ ও ওষুধের দোকানে জরিমানা
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৪:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯
- ১১২ বার
Tag :