জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। বিষয়টি জানিয়েছেন জাপার সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।
এর আগে, আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকরা সাবেক রাষ্ট্রপতি এরশাদকে বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তারা দেশি-বিদেশি বিশেষজ্ঞের সাথে আলাপ-আলোচনা করেই এরশাদের চিকিৎসা দিচ্ছেন।
সিএমএইচ এর চিকিৎসকরা মনে করলেই এরশাদকে বিদেশ নেওয়া হবে অথবা, বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকা হবে বলেও উল্লেখ করেন তিনি।
জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান, এরশাদের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশা অনুযায়ী কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনি কাজ করছে না- এ কারণে তার শরীরে কিছুটা পানি জমেছে। কিন্তু, সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এরশাদকে চিকিৎসা দিতে।
গেল ২৬ জুন এরশাদের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।