রাণীশংকৈল প্রতিনিধিঃ
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলীগ জামাতের(একাংশের) জেলা ইজতেমার বয়ানের ।ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার পৌরশহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনের জেলা ইজতেমা চলে।অন্যদিকে তাবলীগ জামাতের আরেকাংশ ওই ইজতেমার বিরোধীতা করে মানববন্ধনসহ মিটিং মিছিল করেন।গত বৃহস্পতিবার ২২ আগস্ট ফজরের নামাযের পর হতে বয়ানের মধ্য দিয়ে এ ইজতেমা শুরু হয়।
আজ ২৪ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১টার সময় আখেরী মোনাজাত হয়।
আখেরী মোনাজাত করেন মাওলানা মোশারফ হোসেন।এ সময় কয়েক হাজার মুসুল্লী অংশ গ্রহন করেন।
মাওলানা মোশারফ হোসেন মোনাজাতে দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করেন। সেইসংগে তাবলীব নিয়ে এক শ্রেণীর মানুষ ছিনিমিনি খেলছেন তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য দোয়া করেন।
জেলায় তাবলীগের দু’টি অংশ সক্রিয় আছেন।একটি হচ্ছে “সাদ গ্রুপের অংশ” অন্যটি “জোবায়ের গ্রুপের অংশ”।আজ(শনিবার) সাদ গ্রুপের তিন দিনের জেলা ইজতেমা সমাপ্তি হলো।
ইজতেমায় অংশ নেয়া বালিয়াডাঙ্গীর তসলিমউদ্দীন জানান,আমাদের ইজতেমার বাইরে যারা মানববন্ধনসহ মিছিল মিটিং করছে তারা ফেতনা সৃষ্টিকারী।এসব ফেতনা সৃষ্টিকারীরা সফল হতে পারে নাই।আলহামদুলিল্লাহ, সফলভাবে ইজতেমা সমাপ্ত করতে পেরেছি।