ঠাকুর
গাঁও জেলা সংবাদদাতা : নানা আয়োজনে ও ছোট্ট শিশুদের সাথে নিয়ে কেক কেটে ঠাকুরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে প্রথমে বেলুন উঁড়িয়ে এই দিবসের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে.এম কামরজ্জামান সেলিম। পরে বিভিন্ন স্কুলের বাঁচ্চাদের সাথে নিয়ে কেক কাটা হয়।
এসম উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক নূর কুতুবুল আলম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর আলম খোকন,শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী,প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ বিভিন্ন স্কুলের শতাধিক ছাত্র-ছাত্রী ও সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাগণ।
পরে শেখ রাসের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়। পরে এক অলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য : ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে হায়েনাদের বুলেটের আঘাতে সপরিবারে প্রাণ হারান বঙ্গবন্ধু। এ হত্যাযজ্ঞ থেকে বাদ যায়নি বঙ্গবন্ধু পরিবারের সর্ব কনিষ্ঠ সদস্য শেখ রাসেলও। সে রাতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাকে। ১৮ অক্টোবর শেখ রাসেলের ৫৫তম জন্মদিন।