ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়: মির্জা ফখরুল আ. লীগ সাড়ে ১৫ বছর দেশের পরিবর্তে নিজেদেরকে সাজিয়েছে: জামায়াত আমির ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্র রয়েছে’ ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন গণ-হত্যাকারী, সন্ত্রাশী, দুর্নীতিবাজদের বিএনপিতে জায়গা হবে না : মির্জা ফখরুল দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত ড. মো. হারুনুর রশীদ পরিচালিত সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া বুধা’ মুক্তি পেয়েছে ভাল মানুষ থেকেইে ভাল মানুষ তৈরী হয়—ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক এমপি জাহিদুর রহমান ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ সাগর-রুনি হত্যা মামলা র‌্যাব থেকে তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে

আন্ত:জেলা জুয়া চক্রের গডফাদার কুখ্যাত জুয়ারী চোখা সহ ৩ জুয়াড়ী আটক

পীরগঞ্জ(ঠাকুরগাঁও):: আন্ত:জেলা জুয়া চক্রের গডফাদার কুখ্যাত জুয়াড়ী চোখা সহ ৩ জুয়াড়ীকে ২২ এপ্রিল আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হালিমের নেতৃত্বে এসআই রতন চন্দ্র, এসআই সজল বসাক, এসআই আল-আমিন ও পুলিশ ফোর্স ফুটকিবাড়ী শালবনের গহীন অরন্যে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলায় মত্ত থাকায় থানা পুলিশ ৩ জুয়াড়ীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোস ২২ এপ্রিল রাত ১১ টার দিকে শাল বনের গহীন অরন্যে জুয়ার ঘাটিতে অভিযান চালিয়ে আন্ত:জেলা জুয়া চক্রের গডফাদার রেজাউল করিম চোখা(৬৫)পিতা মৃত জসদ আলী, সাং-ভবানীপুর, মিজানুর রহমান (৪৫)পিতা আক্তারুল হক, ও নির্মল তিরকী(৪৫) পিতা মৃত কান্দু তিরকী উভয়ের সাং ফুটকিবাড়ী, বোচাগঞ্জ কে আটক করে তাদের ঠাকুরগাঁও জেল-হাজতে প্রেরন করা হয়েছে। এ সময় ১ টি ফরগুটি বোর্ড, ২ টি ডাবু ও জুয়াখেলার নগদ সাড়ে ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন জুয়াড়ী পালিয়ে আতœরক্ষা করে। এ ঘটনায় এসআই রতন চন্দ্র বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখে এবং ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যাক্তিকে আসামী করে পীরগঞ্জ থানায় ১ টি মামলা রুজু করেন। ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার অপরাধে থানায় রুজুকৃত মামলা নং ২৯ তারিখ ২২.০৪.২৪ইং।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়: মির্জা ফখরুল

আন্ত:জেলা জুয়া চক্রের গডফাদার কুখ্যাত জুয়ারী চোখা সহ ৩ জুয়াড়ী আটক

আপডেট টাইম ০৪:০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

পীরগঞ্জ(ঠাকুরগাঁও):: আন্ত:জেলা জুয়া চক্রের গডফাদার কুখ্যাত জুয়াড়ী চোখা সহ ৩ জুয়াড়ীকে ২২ এপ্রিল আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হালিমের নেতৃত্বে এসআই রতন চন্দ্র, এসআই সজল বসাক, এসআই আল-আমিন ও পুলিশ ফোর্স ফুটকিবাড়ী শালবনের গহীন অরন্যে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলায় মত্ত থাকায় থানা পুলিশ ৩ জুয়াড়ীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোস ২২ এপ্রিল রাত ১১ টার দিকে শাল বনের গহীন অরন্যে জুয়ার ঘাটিতে অভিযান চালিয়ে আন্ত:জেলা জুয়া চক্রের গডফাদার রেজাউল করিম চোখা(৬৫)পিতা মৃত জসদ আলী, সাং-ভবানীপুর, মিজানুর রহমান (৪৫)পিতা আক্তারুল হক, ও নির্মল তিরকী(৪৫) পিতা মৃত কান্দু তিরকী উভয়ের সাং ফুটকিবাড়ী, বোচাগঞ্জ কে আটক করে তাদের ঠাকুরগাঁও জেল-হাজতে প্রেরন করা হয়েছে। এ সময় ১ টি ফরগুটি বোর্ড, ২ টি ডাবু ও জুয়াখেলার নগদ সাড়ে ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন জুয়াড়ী পালিয়ে আতœরক্ষা করে। এ ঘটনায় এসআই রতন চন্দ্র বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখে এবং ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যাক্তিকে আসামী করে পীরগঞ্জ থানায় ১ টি মামলা রুজু করেন। ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার অপরাধে থানায় রুজুকৃত মামলা নং ২৯ তারিখ ২২.০৪.২৪ইং।