ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত ড. মো. হারুনুর রশীদ পরিচালিত সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া বুধা’ মুক্তি পেয়েছে ভাল মানুষ থেকেইে ভাল মানুষ তৈরী হয়—ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক এমপি জাহিদুর রহমান ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ সাগর-রুনি হত্যা মামলা র‌্যাব থেকে তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে সংস্কারের পরেই নির্বাচন: ড. ইউনূস বশিরউদ্দীন ও ফারুকীকে কার বুদ্ধিতে নিলেন, প্রশ্ন মান্নার ভূমি সেবায় দুর্নীতি-অনিয়মে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা ভোট কারচুপির তদন্ত সাবেক ডিসি-এসপি-ইউএনওদের ঘুম হারাম আসিফ নজরুলকে হেনস্তা,দূতাবাসের কাউন্সেলরকে দেশে ফেরত, চাকরি হারাচ্ছেন স্টাফ

ভাতা নিতে এসে ৪’শতাধিক দরিদ্র মা পেলেন সামান্য কিছু ত্রাণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ভাতা পাবেন এই আশায় কাঠ ফাটাঁ রোদে অনেক পথ পাড়ি দিয়ে সদর উপজেলার ২১টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা ৪’শতাধিক দরিদ্র মা পেলেন সামান্য কিছু ত্রাণ, তারা এসে এ ব্যাপারে অভিযোগ করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের বিরুদ্ধে। তাদের অভিযোগ ভাতা দেয়ার নাম করে তাদের এনে এই সামান্য ত্রাণ দেয়া হয়। একই সাথে এই ত্রাণ বিতরণে সামাজিক দূরত্ব না মেনে বিপদগ্রস্থ করা হয়েছে এই মা’দের ।
রোববার (৩ এপ্রিল) সালন্দর কমরুল হুদা চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এমনই বিড়ম্বনায় পড়েছেন তারা।
সদর উপজেলার কালিগাঁও গ্রামের সীতা রাণী মাতৃত্বকালীন ভাতা নিতে এসে প্রায় ৩ ঘন্টা পর  ভাতার বদলে পেলেন যৎ সামান্য চাল-আলু ও গুড়ো দুধ। লকডাউনের ভেতরে ৪শ  ভাড়ায়  অটো রিক্সা রিজার্ভ করে এসে জুটলো পাঁচ কেজি চাল, ১ কেজি আলু ও কিছু গুড়ো দুধ। যা তার পথ খরচও উঠেনি। তিনি জানান মহিলা বিষয়ক কর্মকর্তা রাতে ফোন দিয়ে তাকে আসতে বলেছিলেন সকাল সাড়ে ৯টায়।
শুধু সীতারাণী নয় তার মত সুমাইয়া, এলিজাসহ ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নের ৪৪০ জন দরিদ্র মা মহিলা বিষয়ক কর্মকর্তার ফোনে ছুটে এসেছিলেন তারা। ভাতা ভোগী এলিজার অভিযোগ সকাল সাড়ে ৯টা থেকে অপেক্ষার পর বেলা ১২টায় ভাতার বদলে  মিললো যৎ সামান্য ত্রান। আখানগর ইউনিয়নের দলুয়া গ্রামের জোৎ¯œা রাণী বলেন  আগে জানিলে এতলা টাকা ( সাড়ে ৩’শ টাকা ) খরচ করে এই সামান্য রিলিফ নিতে আসতাম না। তার মত একই আক্ষেপ করেন অনেকে ।
বেগুন বাড়ী থেকে আসা শুনিল শর্মা জানান এখানে সামাজিক দুরত্ব না মেনে যে ভাবে একত্রিত হয়ে জটলা করে ছিল তাতে করোনা ভাইরাস প্রতিরোধ তো দুূরের কথা এতে উল্টোটা ঘটবে বলে জানান তিনি।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নিহারঞ্জন কুমার রায় বলেন আমার বলার কিছুই নেই, কর্তৃপক্ষের আদেশ পালন করেছি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

ভাতা নিতে এসে ৪’শতাধিক দরিদ্র মা পেলেন সামান্য কিছু ত্রাণ

আপডেট টাইম ০৩:০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০

ঠাকুরগাঁও প্রতিনিধি : ভাতা পাবেন এই আশায় কাঠ ফাটাঁ রোদে অনেক পথ পাড়ি দিয়ে সদর উপজেলার ২১টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা ৪’শতাধিক দরিদ্র মা পেলেন সামান্য কিছু ত্রাণ, তারা এসে এ ব্যাপারে অভিযোগ করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের বিরুদ্ধে। তাদের অভিযোগ ভাতা দেয়ার নাম করে তাদের এনে এই সামান্য ত্রাণ দেয়া হয়। একই সাথে এই ত্রাণ বিতরণে সামাজিক দূরত্ব না মেনে বিপদগ্রস্থ করা হয়েছে এই মা’দের ।
রোববার (৩ এপ্রিল) সালন্দর কমরুল হুদা চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এমনই বিড়ম্বনায় পড়েছেন তারা।
সদর উপজেলার কালিগাঁও গ্রামের সীতা রাণী মাতৃত্বকালীন ভাতা নিতে এসে প্রায় ৩ ঘন্টা পর  ভাতার বদলে পেলেন যৎ সামান্য চাল-আলু ও গুড়ো দুধ। লকডাউনের ভেতরে ৪শ  ভাড়ায়  অটো রিক্সা রিজার্ভ করে এসে জুটলো পাঁচ কেজি চাল, ১ কেজি আলু ও কিছু গুড়ো দুধ। যা তার পথ খরচও উঠেনি। তিনি জানান মহিলা বিষয়ক কর্মকর্তা রাতে ফোন দিয়ে তাকে আসতে বলেছিলেন সকাল সাড়ে ৯টায়।
শুধু সীতারাণী নয় তার মত সুমাইয়া, এলিজাসহ ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নের ৪৪০ জন দরিদ্র মা মহিলা বিষয়ক কর্মকর্তার ফোনে ছুটে এসেছিলেন তারা। ভাতা ভোগী এলিজার অভিযোগ সকাল সাড়ে ৯টা থেকে অপেক্ষার পর বেলা ১২টায় ভাতার বদলে  মিললো যৎ সামান্য ত্রান। আখানগর ইউনিয়নের দলুয়া গ্রামের জোৎ¯œা রাণী বলেন  আগে জানিলে এতলা টাকা ( সাড়ে ৩’শ টাকা ) খরচ করে এই সামান্য রিলিফ নিতে আসতাম না। তার মত একই আক্ষেপ করেন অনেকে ।
বেগুন বাড়ী থেকে আসা শুনিল শর্মা জানান এখানে সামাজিক দুরত্ব না মেনে যে ভাবে একত্রিত হয়ে জটলা করে ছিল তাতে করোনা ভাইরাস প্রতিরোধ তো দুূরের কথা এতে উল্টোটা ঘটবে বলে জানান তিনি।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নিহারঞ্জন কুমার রায় বলেন আমার বলার কিছুই নেই, কর্তৃপক্ষের আদেশ পালন করেছি।