নিজস্ব প্রতিবেদক::বাংলাদেশসহ সাত দেশের সঙ্গে করোনা সংক্রমণ রোধে বিমান চলাচল এক সপ্তাহের জন্য স্থগিত করেছে কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর। শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে- মিসর, লেবানন, সিরিয়া, ফিলিপিন্স, ভারত ও শ্রীলঙ্কা।
এর আগে দেশটি দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইটালি, ইরাক, সিঙ্গাপুর ও জাপানের সঙ্গে বিমান চলাচল স্থগিত করে।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়েতের বসবাসের অনুমতি থাকলেও, গত দুই সপ্তাহে এসব দেশে যারা ভ্রমণ করেছেন, তারা যেদেশের নাগরিক হোন না কেন, তারাও কুয়েতে প্রবেশ করতে পারবেন না।
তবে এসব দেশে ভ্রমণ করা কুয়েতের নাগরিকরা দেশে ফিরতে পারবেন। কিন্তু সেখানে তাদের কোয়ারেন্টিন প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে।
বার্তা সংস্থা কুনা জানায়, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শেই ফ্লাইট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়।