ঠাকুরগাঁও প্রতিনিধি: জেলার পীরগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের সাথে প্রাইভেট কারের ধাক্কায়েএক ভ্যান চালক নিহত হয়েছেন।
শনিবার ২৩ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার ভেমটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সড়ক পরিবগন আইনের ১০৫ ধারায় একটি নিয়মিত মামরা রুজু হয়েছে।
নিহত বেলাল পীরগঞ্জ উপজেলার বীরহলী গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম ডন জানান, সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান অশ্রু প্রাইভেট কার নিয়ে নিজ বাড়ি বীরহলীতে যাওয়ার পথে ভেমটিয়া নামে এলাকায় সিমেন্ট বোঝাই একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক বেলাল হোসেন মারা যান। দুর্ঘটনার পর এলাকাবাসী ঘটনাস্থল থেকে লাশ হাসপাতালে নিতে পুলিশকে বাধা দেয় এবং স্থানীয় আপোষ মিমাংশার মাধ্যমে ময়না তদন্ত ছারাই লাশ দাফন করে। এ ঘটনায় নিহতের বড় ভাই শামসুল হক বাদী হয়ে ২০১৮ ইং সালের সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় “দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগে” পীরগঞ্জ থানায় গাড়ী চালক আরিফুল আলম অশ্রুকে আসামী করে একটি নিয়মিত মামলা রুজু করেন, যার নং ৩১/৮৬, তারিখ ২৪.০৩.২৪ ইং।।