আজম রেহমান,সারাদিন ডেস্ক:: ঠাকুরগাঁওয়ের এক মাত্র ভারী শিল্প সুগার মিল। দীর্ঘ দিনেও লাভের মুখ না দেখলেও আবারো লোকশানের বোঝা মাথায় নিয়ে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছেন, আমরা আগের চেয়ে অনেক অংশেই লোকশান কাটিয়ে উঠেছি। মিলটি আধুনিকায়ন করা হলে আর লোকশান গুনতে হবে না।
ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের আয়োজনে শুক্রবার বিকালে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মো: আব্দুস শাহীর সভাপতিত্বে এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ৩ আসনের সাংসদ ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা আসন ৩০১ এর সাংসদ সেলিনা জাহান লিটা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান বিপণন প্রকৌশলী এস এম আব্দুর রশিদ, উপজেলা আ:লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো,সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমূখ।
উল্লেখ্য, ৬০ তম বছরে পা রেখে ঠাকুরগাঁও সুগারমিল আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়। চলতি মৌসুমে ১ লাখ ৩ হাজার ২২৪ মেঃ টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে। আর এ থেকে ৭ হাজার ৪৮৩ মেঃ টন চিনি উৎপাদনের কথা রয়েছে। আর অবিক্রীত অবস্থায় পরে আছে ৩ হাজার ৫শ মেঃ টন চিনি। চলতি মৌসুমে মিল চলবে ৭৭ দিন।
সংবাদ শিরোনাম
লোকসান নিয়েই চলতি মৌসুমে ঠাকুরগাঁও সুগারমিলের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৭:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭
- ৪৬৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ