রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে গণ অধিকার পরিষদের একাংশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮ টার দিকে গাছের ডাল, লতাপাতা ও কাঠ জ্বালিয়ে নানা স্লোগান দেয় সংগঠনটি। এসময় নেতৃত্ব দিচ্ছিলেন গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান। এরপর গণ অধিকার পরিষদের একাংশের সঙ্গে যুক্ত হয় অন্যান্য সংঠনের অনেকেই।
এসময় সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। তবে এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা দেখা যায় নি।