ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত ড. মো. হারুনুর রশীদ পরিচালিত সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া বুধা’ মুক্তি পেয়েছে ভাল মানুষ থেকেইে ভাল মানুষ তৈরী হয়—ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক এমপি জাহিদুর রহমান ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ সাগর-রুনি হত্যা মামলা র‌্যাব থেকে তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে সংস্কারের পরেই নির্বাচন: ড. ইউনূস বশিরউদ্দীন ও ফারুকীকে কার বুদ্ধিতে নিলেন, প্রশ্ন মান্নার ভূমি সেবায় দুর্নীতি-অনিয়মে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা ভোট কারচুপির তদন্ত সাবেক ডিসি-এসপি-ইউএনওদের ঘুম হারাম আসিফ নজরুলকে হেনস্তা,দূতাবাসের কাউন্সেলরকে দেশে ফেরত, চাকরি হারাচ্ছেন স্টাফ

বালিয়াডাঙ্গীতে এক প্রতারকের কাণ্ড:: বেঁধেরেখে টাকা আদায়ের চেস্টা

ঠাকুরগাও প্রতিনিধি
প্রেম ও বিয়ের ফাঁদে ফেলে বিয়ের পুর্বেই বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নেওয়া যুবককে বেধে রেখে টাকা আদায়ের চেস্টা করছেন মেয়ের পরিবার।তাকে তার আসল মা দেখতে আসলে তাকেও আটক করা হয়। এ ঘটনাটি এলাকায় ব্যপক চান্ঞল্যের সৃস্টি  করেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের মহিষমারী গ্রামে।প্রতারক ছেলেটিকে আটক করা হয় জেলার রানীশংকৈল থেকে।পরে তাকে সেখান থেকে ওই গ্রামে নিয়ে আসা হয়।
তার আসল নাম মো. আখিরুল ইসলাম।বয়স ৩৫ বছরের কাছাকাছি। পিতা মৃত- আবিদ হাসান। ঠাকুরগাও জেলার রানীশংকৈল উপজেলার জসিয়া (রাজবাড়ী) এলাকায় তার বাড়ী। বর্তমানে তার অভিবাবক মা আরিফা বেগম।
কিন্ত সে প্রতারনার সময় আখিরুল ওরফে আফিরুল ওরফে বাপ্পি নাম ধারন করে। কখনো গানের স্কুলের মাস্টার,কখনো বিএসসি শিক্ষক, কখনো কোচিং সেন্টারের শিক্ষক আবার কখনো কুর আনের হাফেজ সেজে প্রতারণা করেন।
প্রতারণায় ফেসে যাওয়া  মেয়ে পরিবারের মাধ্যমে জানা গেছে, ৩/৪ মাস পূর্বে স্থানীয় ঘটক শামশুল আলম ও নজরুল ইসলামের সহযোগিতায় এই ছেলের পরিচয় হয়।ছেলে তার মামাত ভাইয়ের জন্য মেয়ে দেখতে আসেন।মেয়ে দেখতে এসে সে নিজেকে বিএসসি শিক্ষক পরিচয় দেয় এবং পরে তাকে বিয়ের প্রস্তাব দেয়।যেহেতু ছেলে বিএসসি শিক্ষক তাই মেয়ের পরিবারও প্রস্তাবটি  লুফে নেয়।চলে টাকা লেনদেনসহ বাড়ী উঠা বসা।কনের ছোট বোনকে একদিন বেড়াতেও নিয়ে যায়।দেখানো হয় ছেলের ছাদ দেওয়া পাকা বাড়ী।তার মা সাজানো হয় ওই বাড়ীর এক মহিলাকে।যথারিতী আদর আপ্যায়ন এবং স্নেহও করে কনের ছোটবোনকে।বলে মা হজ্ব করে এসেছেন।তিনি সরকারী চাকরি করতেন।এখন অবসরে আছেন।এসব মুখরোচক গল্প বানিয়ে মেয়ে ও মেয়ের পরিবারকে আয়ত্বে নেন।শুরু হয় বিয়ে আলোচনা।চুড়ান্ত হয় বিয়ের যৌতুক ৮লক্ষ টাকা।দফায় দফায় নগদ টাকা ও মোটর সাইকেলসহ দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় সে।বিয়ের তারিখ নির্ধারিত হয় ঈদের পঞ্চম দিন। কিন্তু এর মধ্যে ছেৃলে আর ফোন রিসিভ না করায় কনের বাবার মনে সন্দেহ দেখা দেয়।ছেলের খবর নিতে রানীশংকৈল রাজবাড়ী এলাকায় গেলে ওই নামে কোন লোককে আর পায়নি এবং একে একে অসংখ্য প্রতারণার খবর বের হয়।তার পরে মেয়ের পরিবার বুঝতে পারে তার দেওয়া নাম ও পেশা ভুয়া।তার দেওয়া বাপ্পি নামটি এলাকায় কেউ চেনে না। তার নাম আখিরুল ওরফে আফিরুল।সে কোন বিএসসি শিক্ষকও নয়, হাফেজও নয় কিংবা নয় কোন গানের স্কুলের মাস্টার।তার দেয়া সকল পরিচয় ভুয়া।সে একজন প্রতারক।সে পলাতক ছিল।অনেক কৌশল করে তাকে আটক করা সম্ভব হয়।এসব কথা বলছিলেন মেয়ের বাবা।
প্রতারক ছেলেটিকে আটক করে রাখায় ছেলের আসল মা আরিফা বেগম বালিয়াডাঙ্গীর মহিষমারী  গ্রামে আসলে তাকেও আটক করা হয়।
দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জানান,ঘটনাটি আমার গ্রামের। মেয়ে ও মেয়ের পরিবারের কাছ থেকে প্রতারক ছেলেটি যে টাকা নিয়েছে তা ফেরত দিলে ছেলেটি ও তার মাকে ছেড়ে দেওয়া হবে।
রানীশংকৈলের রাজবাড়ী এলাকার স্থায়ী বাসিন্দা মোবারক আৃলী জানান বাপ্পি নামে এই এলাকায় কোন লোক নাই।
প্রতারণায় ফেসে যাওয়া মেয়ে(কনে) বলেন, সে আমাকে তার মামাত ভাইয়ের জন্য দেখতে এসেছিল।তার মামাত ভাই এসএসসি পাশ।আমি বিএসএস এ পড়ি। সে নাকি বিএসসি শিক্ষক সে আমাকে বিয়ে করবে মর্মে প্রস্তাব দেয়।আমি তার প্রস্তাবে রাজী হয়ে যায়।কিন্তু পরে জানতে পারি সে প্রতারক।তাকে আটকের পর আমাদের বাড়ীতে ৩/৪ জন লোক তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিয়ে এসেছিল।তাদের কাছে শুনেছি সে আরো ৫/৬ বিয়ে করেছে।
তবে ওই এলাকার  শ্রমিকনেতা আনোয়ার  জানান, তার ২০/২১ টির মতো এরকম প্রতারনার ঘটনা রয়েছে।
মেয়ের বাবা আবেদুর জানান,সে তার মায়ের অপারেশনের কথা বলে টাকা নিয়েছে।তার চাকরির কথা বলে টাকা নিয়েছে।আসলে সবই ভুয়া।ওই প্রতারকের সংগে আমার মেয়ের বিয়ে দেব না।আমার দেওয়া টাকাগুলো পেলেই তাকে ছেড়ে দেব।
আখিরুল ওরফে আফিরুল জানান,টাকা নিয়েছি সত্যি।যদি তারা চায় তাহলে আমার বিয়ে করতে কোন আপত্তি নাই। না হলে কস্ট করে হলেও তাদের টাকা আমি ফেরত দিয়ে দেব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন এত্তোগুলো নয় আগে মাত্র একটি বিয়ে করেছি।আর একটি বিয়ে দিতে চেয়েছিল ৭ মাস পূর্বে তখন ঢাকা পালিয়ে গেছিলাম।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

বালিয়াডাঙ্গীতে এক প্রতারকের কাণ্ড:: বেঁধেরেখে টাকা আদায়ের চেস্টা

আপডেট টাইম ০৭:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮

ঠাকুরগাও প্রতিনিধি
প্রেম ও বিয়ের ফাঁদে ফেলে বিয়ের পুর্বেই বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নেওয়া যুবককে বেধে রেখে টাকা আদায়ের চেস্টা করছেন মেয়ের পরিবার।তাকে তার আসল মা দেখতে আসলে তাকেও আটক করা হয়। এ ঘটনাটি এলাকায় ব্যপক চান্ঞল্যের সৃস্টি  করেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের মহিষমারী গ্রামে।প্রতারক ছেলেটিকে আটক করা হয় জেলার রানীশংকৈল থেকে।পরে তাকে সেখান থেকে ওই গ্রামে নিয়ে আসা হয়।
তার আসল নাম মো. আখিরুল ইসলাম।বয়স ৩৫ বছরের কাছাকাছি। পিতা মৃত- আবিদ হাসান। ঠাকুরগাও জেলার রানীশংকৈল উপজেলার জসিয়া (রাজবাড়ী) এলাকায় তার বাড়ী। বর্তমানে তার অভিবাবক মা আরিফা বেগম।
কিন্ত সে প্রতারনার সময় আখিরুল ওরফে আফিরুল ওরফে বাপ্পি নাম ধারন করে। কখনো গানের স্কুলের মাস্টার,কখনো বিএসসি শিক্ষক, কখনো কোচিং সেন্টারের শিক্ষক আবার কখনো কুর আনের হাফেজ সেজে প্রতারণা করেন।
প্রতারণায় ফেসে যাওয়া  মেয়ে পরিবারের মাধ্যমে জানা গেছে, ৩/৪ মাস পূর্বে স্থানীয় ঘটক শামশুল আলম ও নজরুল ইসলামের সহযোগিতায় এই ছেলের পরিচয় হয়।ছেলে তার মামাত ভাইয়ের জন্য মেয়ে দেখতে আসেন।মেয়ে দেখতে এসে সে নিজেকে বিএসসি শিক্ষক পরিচয় দেয় এবং পরে তাকে বিয়ের প্রস্তাব দেয়।যেহেতু ছেলে বিএসসি শিক্ষক তাই মেয়ের পরিবারও প্রস্তাবটি  লুফে নেয়।চলে টাকা লেনদেনসহ বাড়ী উঠা বসা।কনের ছোট বোনকে একদিন বেড়াতেও নিয়ে যায়।দেখানো হয় ছেলের ছাদ দেওয়া পাকা বাড়ী।তার মা সাজানো হয় ওই বাড়ীর এক মহিলাকে।যথারিতী আদর আপ্যায়ন এবং স্নেহও করে কনের ছোটবোনকে।বলে মা হজ্ব করে এসেছেন।তিনি সরকারী চাকরি করতেন।এখন অবসরে আছেন।এসব মুখরোচক গল্প বানিয়ে মেয়ে ও মেয়ের পরিবারকে আয়ত্বে নেন।শুরু হয় বিয়ে আলোচনা।চুড়ান্ত হয় বিয়ের যৌতুক ৮লক্ষ টাকা।দফায় দফায় নগদ টাকা ও মোটর সাইকেলসহ দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় সে।বিয়ের তারিখ নির্ধারিত হয় ঈদের পঞ্চম দিন। কিন্তু এর মধ্যে ছেৃলে আর ফোন রিসিভ না করায় কনের বাবার মনে সন্দেহ দেখা দেয়।ছেলের খবর নিতে রানীশংকৈল রাজবাড়ী এলাকায় গেলে ওই নামে কোন লোককে আর পায়নি এবং একে একে অসংখ্য প্রতারণার খবর বের হয়।তার পরে মেয়ের পরিবার বুঝতে পারে তার দেওয়া নাম ও পেশা ভুয়া।তার দেওয়া বাপ্পি নামটি এলাকায় কেউ চেনে না। তার নাম আখিরুল ওরফে আফিরুল।সে কোন বিএসসি শিক্ষকও নয়, হাফেজও নয় কিংবা নয় কোন গানের স্কুলের মাস্টার।তার দেয়া সকল পরিচয় ভুয়া।সে একজন প্রতারক।সে পলাতক ছিল।অনেক কৌশল করে তাকে আটক করা সম্ভব হয়।এসব কথা বলছিলেন মেয়ের বাবা।
প্রতারক ছেলেটিকে আটক করে রাখায় ছেলের আসল মা আরিফা বেগম বালিয়াডাঙ্গীর মহিষমারী  গ্রামে আসলে তাকেও আটক করা হয়।
দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জানান,ঘটনাটি আমার গ্রামের। মেয়ে ও মেয়ের পরিবারের কাছ থেকে প্রতারক ছেলেটি যে টাকা নিয়েছে তা ফেরত দিলে ছেলেটি ও তার মাকে ছেড়ে দেওয়া হবে।
রানীশংকৈলের রাজবাড়ী এলাকার স্থায়ী বাসিন্দা মোবারক আৃলী জানান বাপ্পি নামে এই এলাকায় কোন লোক নাই।
প্রতারণায় ফেসে যাওয়া মেয়ে(কনে) বলেন, সে আমাকে তার মামাত ভাইয়ের জন্য দেখতে এসেছিল।তার মামাত ভাই এসএসসি পাশ।আমি বিএসএস এ পড়ি। সে নাকি বিএসসি শিক্ষক সে আমাকে বিয়ে করবে মর্মে প্রস্তাব দেয়।আমি তার প্রস্তাবে রাজী হয়ে যায়।কিন্তু পরে জানতে পারি সে প্রতারক।তাকে আটকের পর আমাদের বাড়ীতে ৩/৪ জন লোক তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিয়ে এসেছিল।তাদের কাছে শুনেছি সে আরো ৫/৬ বিয়ে করেছে।
তবে ওই এলাকার  শ্রমিকনেতা আনোয়ার  জানান, তার ২০/২১ টির মতো এরকম প্রতারনার ঘটনা রয়েছে।
মেয়ের বাবা আবেদুর জানান,সে তার মায়ের অপারেশনের কথা বলে টাকা নিয়েছে।তার চাকরির কথা বলে টাকা নিয়েছে।আসলে সবই ভুয়া।ওই প্রতারকের সংগে আমার মেয়ের বিয়ে দেব না।আমার দেওয়া টাকাগুলো পেলেই তাকে ছেড়ে দেব।
আখিরুল ওরফে আফিরুল জানান,টাকা নিয়েছি সত্যি।যদি তারা চায় তাহলে আমার বিয়ে করতে কোন আপত্তি নাই। না হলে কস্ট করে হলেও তাদের টাকা আমি ফেরত দিয়ে দেব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন এত্তোগুলো নয় আগে মাত্র একটি বিয়ে করেছি।আর একটি বিয়ে দিতে চেয়েছিল ৭ মাস পূর্বে তখন ঢাকা পালিয়ে গেছিলাম।