আজম রেহমান, ঠাকুরগাঁও::ঠাকুরগাঁওয়ে “প্রাণী সম্পদে ভরবো দেশ, গরবো স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে এই প্রদর্শনী অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য ও সংসদের হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ।
এতে উপজেলা নির্াহী অফিসার মো: রমিজ আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রনজিৎ চন্দ্র সিংহ, অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুল ইসলাম, পীরগঞ্জ পৌর মেয়র ইকরামুল হক, বৈরচুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টেলিনা সরকার হিমু, উপজেলা নির্র্বাচন অফিসার মো: আশাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন সহ অন্যান্যরা প্রদর্শনীতে মোট ৩২ টি ষ্টলে উন্নত জাতের গাভী, ঘোড়া, মহিষ, কুকুর , ছাগল ভেড়া, বিড়াল, হাস, মুরগী, কবুতর, সৌখিন পাখি সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি প্রদর্শন করা হয়।
বিকেলে প্রদর্শনীতে অংশগ্রহন কারীদের মধ্য হতে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও৩য় স্থান অধিকারদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। পুরুষ্কার বিতরন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাা ডা:রনজিৎ চন্দ্র সিংহ।