স্টাফ রিপোর্টার::জমাকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর বাংলা মটর সংলগ্ন রুপায়ন টাওয়ারের ওয়াটারফল কনভেনশন সেন্টারে বর্নাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চ্যানেলেটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় বিজয় টিভির নতুন লোগো উন্মোচন করেন চ্যানেলটির নির্বাহী পরিচালক নায়লা বারী। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেলটির উপদেষ্টা সূফী ফারুক। এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক নায়লা বারী। অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে যোগ দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানে আরো অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকসহ চলচ্চিত্র ও নাট্য অভিনেতা, সঙ্গীতশিল্পী, প্রোডিউসার এসোসিয়েশনের প্রতিনিধিসহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি এবং বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে কর্মরত বিপণন বিভাগের কর্মীবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে ছিলেন ক্যাবল অপেরেটর এসোসিয়েশনের প্রতিনিধি,বিজ্ঞাপন দাতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সংবাদ শিরোনাম
বিজয় টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৫:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯
- ১১৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ