ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত ড. মো. হারুনুর রশীদ পরিচালিত সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া বুধা’ মুক্তি পেয়েছে ভাল মানুষ থেকেইে ভাল মানুষ তৈরী হয়—ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক এমপি জাহিদুর রহমান ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ সাগর-রুনি হত্যা মামলা র‌্যাব থেকে তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে সংস্কারের পরেই নির্বাচন: ড. ইউনূস বশিরউদ্দীন ও ফারুকীকে কার বুদ্ধিতে নিলেন, প্রশ্ন মান্নার ভূমি সেবায় দুর্নীতি-অনিয়মে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা ভোট কারচুপির তদন্ত সাবেক ডিসি-এসপি-ইউএনওদের ঘুম হারাম আসিফ নজরুলকে হেনস্তা,দূতাবাসের কাউন্সেলরকে দেশে ফেরত, চাকরি হারাচ্ছেন স্টাফ

নিখোজের ৪৫ দিন পর খানসামায় নিজের বাড়ীতে ফিরল ওবায়দুল

আজম রেহমান,সারাদিন ডেস্ক::দিনাজপুরের খানসামা থেকে চিরিরবন্দরে মেয়ের বাড়ীতে বেড়াতে গিয়ে রাস্তা ভুলে পীরগঞ্জে চলে আসা বৃদ্ধ ওবায়দুল ইসলাম নিখোজের ৪৫ দিন পর স্থানীয় সংবাদ কর্মীদের সহযোগীতায় নিজের বাড়ীতে ফিরে গেছেন।
এই নিখোজ ব্যাক্তিটিকে খুজে পেয়ে তার পরিবারের লোকজন আজ আবেগে আপ্লুত, আত্নহারা। বিভিন্ন স্থানে দিনের পর দিন খুজেও পাওয়া যাচ্ছিলনা এই ব্যাক্তিকে। পাগলের মত পড়ে থাকা ওবায়দুল হঠাৎ করেই গত ২৮ ফেব্রুয়ারী তার নিজের বাড়ীতে ফিরতে চেয়ে ঠিকানা বলতে সক্ষম হলে পীরগঞ্জের সাংবাদিক আজিজুল হক বলা ঠিকানা যাচাইয়ের জন্য খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেনের দ্বারস্থ হলে তিনি সেই ঠিকানায় খবর নিয়ে নিখোজ ব্যাক্তিটির পরিবার পরিজনের কাছে বিষয়টি অবগত করেন। সে মোতাবেক পরিবারের লোকজন ১ মার্চ স্থানীয় গন্যমান্র ব্যাক্তিদের নিয়ে পীরগঞ্জে যান এবং ওবায়দুলকে নিয়ে বাড়ী ফেরেন।
জানা যায় গত ১৬ জানুয়ারী/১৮ ইং খানসামা উপজেলার বোয়ালদীঘি’র দুবুলিয়া পাড়ার বাসিন্দা ওবায়দুল ইসলাম(৬৫)কে দিনাজপুরের চিরিরবন্দর মেয়ের বাড়ী থেকে নিজের বাড়ীতে ফেরার জন্য মেয়ে জামাই ঠাকুগাঁওগামী একটি যাত্রীবাহি বাসে উঠিয়ে দেন। এরপর থেকেই তিনি নিখোজ হন। মূলত তার বাস থেকে দিনাজপুরের বীরগঞ্জে নেমে খানসামার দিকে যাত্রা করার কথা থাকলেও তিনি মনের ভুলে পীরগঞ্জে বাসে উঠে পীরগঞ্জ চলে আসেন। অস্বাভাবাবিকভাবে তিনি পথ ভূল করে আর ফিরে যেতে না পেরে শহরের মুন্সিপাড়াস্থ নজরুল মেম্বারের বাড়ীর বারান্দায় গিয়ে আশ্রয় নেন। সেখানেই তিনি খেয়ে না খেয়ে পড়ে থাকতে শুরু করেন্ পাশ্ববর্তী লোকজন পাগল ভেবে তাকে মাঝে মধ্যে খাবার দিতে থাকে। এক কাপড়ে থাকতে থাকতে তার শরীরে দুর্গন্ধ হতে থাকে এবঙ তিনি অপ্রকৃতিস্থ হয়ে পড়েন। হঠাৎ করে গত ২৮ ফেব্রুয়ারী এই ব্যাক্তি তার নাম ঠিকানা বলেন এবং নিজ বাড়ীতে ফেরার অভিব্যাক্তি প্রকাশ করেন। বিয়য়টি জানানো হয় প্রতিবেশি সাংবাদিক আজিজুল হককে। আজিজুল হক যোগাযোগ করেন খানসামা প্রেসক্লাবের সভাপতির সাথে। তাদের মাধ্যমে যোগাযোগের ভিত্তিতে নিখোজ ওবায়দুল ১ মার্চ ফিরে যান তার নিজ বাড়ীতে। নিখোজের পর তার পুত্র আনিসুর রহমান খানসামা থানায় সাধারন ডাইরী করেন। যার নং ৮৬৩ তারিখ ১৬.১.১৮ইং। নিখোজ পিতাকে খুজে পেয়ে পুত্র আনিসুর সহ পরিবারেরর সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

নিখোজের ৪৫ দিন পর খানসামায় নিজের বাড়ীতে ফিরল ওবায়দুল

আপডেট টাইম ০৮:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮

আজম রেহমান,সারাদিন ডেস্ক::দিনাজপুরের খানসামা থেকে চিরিরবন্দরে মেয়ের বাড়ীতে বেড়াতে গিয়ে রাস্তা ভুলে পীরগঞ্জে চলে আসা বৃদ্ধ ওবায়দুল ইসলাম নিখোজের ৪৫ দিন পর স্থানীয় সংবাদ কর্মীদের সহযোগীতায় নিজের বাড়ীতে ফিরে গেছেন।
এই নিখোজ ব্যাক্তিটিকে খুজে পেয়ে তার পরিবারের লোকজন আজ আবেগে আপ্লুত, আত্নহারা। বিভিন্ন স্থানে দিনের পর দিন খুজেও পাওয়া যাচ্ছিলনা এই ব্যাক্তিকে। পাগলের মত পড়ে থাকা ওবায়দুল হঠাৎ করেই গত ২৮ ফেব্রুয়ারী তার নিজের বাড়ীতে ফিরতে চেয়ে ঠিকানা বলতে সক্ষম হলে পীরগঞ্জের সাংবাদিক আজিজুল হক বলা ঠিকানা যাচাইয়ের জন্য খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেনের দ্বারস্থ হলে তিনি সেই ঠিকানায় খবর নিয়ে নিখোজ ব্যাক্তিটির পরিবার পরিজনের কাছে বিষয়টি অবগত করেন। সে মোতাবেক পরিবারের লোকজন ১ মার্চ স্থানীয় গন্যমান্র ব্যাক্তিদের নিয়ে পীরগঞ্জে যান এবং ওবায়দুলকে নিয়ে বাড়ী ফেরেন।
জানা যায় গত ১৬ জানুয়ারী/১৮ ইং খানসামা উপজেলার বোয়ালদীঘি’র দুবুলিয়া পাড়ার বাসিন্দা ওবায়দুল ইসলাম(৬৫)কে দিনাজপুরের চিরিরবন্দর মেয়ের বাড়ী থেকে নিজের বাড়ীতে ফেরার জন্য মেয়ে জামাই ঠাকুগাঁওগামী একটি যাত্রীবাহি বাসে উঠিয়ে দেন। এরপর থেকেই তিনি নিখোজ হন। মূলত তার বাস থেকে দিনাজপুরের বীরগঞ্জে নেমে খানসামার দিকে যাত্রা করার কথা থাকলেও তিনি মনের ভুলে পীরগঞ্জে বাসে উঠে পীরগঞ্জ চলে আসেন। অস্বাভাবাবিকভাবে তিনি পথ ভূল করে আর ফিরে যেতে না পেরে শহরের মুন্সিপাড়াস্থ নজরুল মেম্বারের বাড়ীর বারান্দায় গিয়ে আশ্রয় নেন। সেখানেই তিনি খেয়ে না খেয়ে পড়ে থাকতে শুরু করেন্ পাশ্ববর্তী লোকজন পাগল ভেবে তাকে মাঝে মধ্যে খাবার দিতে থাকে। এক কাপড়ে থাকতে থাকতে তার শরীরে দুর্গন্ধ হতে থাকে এবঙ তিনি অপ্রকৃতিস্থ হয়ে পড়েন। হঠাৎ করে গত ২৮ ফেব্রুয়ারী এই ব্যাক্তি তার নাম ঠিকানা বলেন এবং নিজ বাড়ীতে ফেরার অভিব্যাক্তি প্রকাশ করেন। বিয়য়টি জানানো হয় প্রতিবেশি সাংবাদিক আজিজুল হককে। আজিজুল হক যোগাযোগ করেন খানসামা প্রেসক্লাবের সভাপতির সাথে। তাদের মাধ্যমে যোগাযোগের ভিত্তিতে নিখোজ ওবায়দুল ১ মার্চ ফিরে যান তার নিজ বাড়ীতে। নিখোজের পর তার পুত্র আনিসুর রহমান খানসামা থানায় সাধারন ডাইরী করেন। যার নং ৮৬৩ তারিখ ১৬.১.১৮ইং। নিখোজ পিতাকে খুজে পেয়ে পুত্র আনিসুর সহ পরিবারেরর সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।