সারাদিন ডেস্ক:: ১০ জুলাই ভোর রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের ঢাকাইয়া মার্কেট খ্যাত বাজার মার্কেটে দুধ্বস্ব চুরি সংঘটিত হয়েছে।
নীচ বােজারের বস্ত্র বিতানগুলো মংগলবার রাতে কেনাবেচা শেষ করে দোকানগুলি বন্ধ করে বাড়ী চলে যায়। আজ সকালে দোকান খুলে দেখতে পায় বাজারের ৩ টি দোকানের উপরের টিন কেটে চুরি সংঘটিত হয়েছে। বাজারের নৈশপ্রহরী খতিব উদ্দিন ও মনির হোসেন জানান, তারা সারারাত পাহাড়া শেষে ভোরের দিকে ফজরের নামাজ পড়তে গেলে চোরেরা এই ঘটনা ঘটায়। টিনের চালা কেটে বাজারের আল রশিদ বস্তালয়ের ক্যাশ বাক্স থেতে লক্ষাধিক টাকা , জামাল বস্থ বিতান থেকে ৪ হাজার টাকা ও ড্রেসফিট টেইলার্স থেকে অজ্ঞাত পরিমান টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। টাকা চুরি হলেও চোররা কোন কাপরচোপর বা অন্য কোন কিছু চুরি করেনি। এ ঘটনায় থানায় খবর দেয়া হলে থানার সাব-ইনসপেক্টর মো.মন্জুরুল আলম চুরি যাওয়া দোকান গুলো পরিদর্শন করেন এবং দোকান মালিক ও নৈশ প্রহরীর বক্তব্য রেকর্ড করে ফিরে যান।