সারাদিন ডেস্ক: শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রামে বাবার হাতে ছেলে খুন হয়েছে। শনিবার সকালে বাবা মুসলিম উদ্দিনের দায়ের কোপে নিহত হয় ছেলে শফিকুল ইসলাম। এ ঘটনায় অভিযুক্ত মুসলিম উদ্দিনসহ তিন জনকে আটক করা হয়েছে।
পুলিশ ও নিহতের পারিবার জানায়, টাকা পয়সা ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মুসলিম উদ্দিনের সঙ্গে তার ছেলে শফিকুলের দ্বন্ধ চলছিল। কলহের জের ধরে আজ সকাল সাড়ে ৯টার দিকে শফিকুলের ওপর আকস্মিকভাবে ধারালো দা দিয়ে হামলা করেন মুসলিম উদ্দিন। তিনি শফিকুলের ঘাড় ও শরীরের বিভিন্নস্থানে একাধিক আঘাত করেন। ঘটনাস্থলেই মারা যায় শফিকুল। ঘটনার পরই মুসলিম পালিয়ে গেলেও পরে সদর থানা পুলিশ তাকে আটক করে।
নিহত শফিকুলের স্ত্রী রোজিনা বেগম জানান, শুক্রবার তার স্বামী শফিকুল টাকা পয়সা ও জমিজমা ভাগ করে দেওয়ার জন্য শশুর মুসলিম উদ্দিনের সাথে কথা বললে, তিনি সম্পত্তি ভাগ করে দিতে রাজি হন। পরদিন সকালে তার স্বামী ধান ক্ষেতে গেলে সেখানেই তার ওপর হামলা চালায় মুসলিম উদ্দিন। তাকে এ কাজে সহযোগিতা করেন শফিকুলের সৎ মা মলেদা বেগম ও সৎ বোন মেরি আক্তার।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাবা মুসলিম উদ্দিন, সৎ মা মলেদা বেগম ও সৎ বোন মেরি আক্তারকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।