পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি::
জেলার পীরগঞ্জ উপজেলা আ.লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে গোপন ব্যালেটের নির্বাচনে সাবেক এমপি ইমদাদুল হক পূন:রায় সভাপতি এবং উদিয়মান নেতা রেজওয়ানুল হক বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক ও কাউন্সিল অধিবেশনের নির্বাচন কমিশনার এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে দুপুরে পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,পানি সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি। সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী, সাবেক এমপি জেলা আ’লীগের সিনিয়র সহ.সভাপতি মো.ইমদাদুল হক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আখতারুল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম প্রমুখ। সম্মেলনে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা উপস্থিত ছিলেন। নির্বাচনে সভাপতি পদে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম ৬৫ ভোটের ব্যবধানে ও সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী ০৫ ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচন উপলক্ষে প্রায় ১ মাস ধরে সমগ্র উপজেলা ছিল সরগরম। পৌরসভা ও ১০ টি ইউনিয়ন কমিটি এর ওয়ার্ড কমিটি গুলোও হয়েছে সরাসরি ভোটাধিকারের মাধ্যম্।ে তৃণমূল পর্যায়ের নেতা নির্বাচনে উপজেলার সিনিয়র নেতারা ছিলেন ব্যাপক তৎপর।
সংবাদ শিরোনাম
ইমদাদুল হক সভাপতি বিপ্লব সম্পাদক- পীরগঞ্জ উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০১:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
- ১৩০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ