কোনো প্রার্থী যখন প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করে, তখন পরের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার আগে প্রস্তুতি হিসেবে একটি ট্রানজিশনাল দল প্রস্তুত করেন।
নিজস্ব প্রতিবেদক | ০৫ নভেম্বর, ২০২০::চূড়ান্ত বিজয়ের আগেই ট্রানজিশনাল ওয়েবসাইট চালু করলেন বাইডেন। এই নির্বাচনে এখনো কোনো বিজয়ী না থাকলেও দুই প্রার্থীই দাবি করছেন যে তারা জয় পাচ্ছেন। জো বাইডেন এরই মধ্যে তার ট্রানজিশনাল ওয়েবসাইট চালু করেছেন।