আজম রেহমান,ঠাকুরগাঁও :: ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন বিভাগ নারকোটিকস এর অভিযানে অবৈধ মাদকদ্রব্য ভারতীয় টার্পেন্টাডল ট্যাবলেটের ৫ হাজার পিসের চালান সহ মাদক ব্যবসায়ী মাহাবুর রহমান কে গ্রেপ্তার করাা হয়েছে। ইন্সপেক্টর ফরহাদ আকন্দের নেতৃত্বে নারকোটিকস বিভাগ ১৩ মে সন্ধায় এই অভিযান পরিচালনা করে। ![](https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif)
![](https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif)
পীরগঞ্জ উপজেলার খামার নারায়নপুর গ্রামের জনৈক মিজানের বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল ভাড়াটিয়া মাহাবুর রহমান। মাদকদ্রব্য নিয়ন্ত্রন বিভাগের অভিযানে মাহাবুরের হেফজত থেকে ভারতীয় তৈরী অবৈধ মাদকদ্রব্য ৫হাজার পিস টার্পেন্টাডল ট্যাবলেট (যার মূল্য ১৫ লক্ষ টাকা) সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাহাবুর কে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য সংরক্ষন,ক্রয়-বিক্রয় ও পরিবহনের অপরাধে জেলা মাদক নিয়ন্ত্রন বিভাগের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ বাদী হয়ে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় একটি মামলা রুজু করেছে। পীরগঞ্জ থানার মামলা নং ১১ তারিখ ১৩.০৫.২৪ইং। আসামীতে ১৪ মে ঠাকুরগাঁও জেল-হাজতে প্রেরন করা হয়েছে।