ষ্টাফ রিপাের্টারঃঃ
ঠাকুরগাঁওয়ে আলু বোঝাই ট্রাক ও তিন চাকার ডিজেলচালিত একটি পাগলু গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলা রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়ন্ত রায় (২৯) ও আরফান (২৩)। জয়ন্ত বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা এবং আরফান বালিয়াডাঙ্গীর আহত ব্যক্তিরা হলেন -মহসিনা বেগম (৪৫), আকলিমা (২২), শিশু আসিয়া জান্নাত (৩) এবং মুরাদ (২৪)। মহসিনা ও আসিয়া লাহেরী গ্রামের বাসিন্দা, আকলিমা পীরগঞ্জের জামাইবাড়ির এবং মুরাদ ঠাকুরগাঁও সদরের মহুবাসীর বাসিন্দা।বাসিন্দা।আহত ব্যক্তিরা হলেন -মহসিনা বেগম (৪৫), আকলিমা (২২), শিশু আসিয়া জান্নাত (৩) এবং মুরাদ (২৪)। মহসিনা ও আসিয়া লাহেরী গ্রামের বাসিন্দা, আকলিমা পীরগঞ্জের জামাইবাড়ির এবং মুরাদ ঠাকুরগাঁও সদরের মহুবাসীর বাসিন্দা।
ট্রাক ও পাগলুর মুখোমুখি সংঘর্ষে নিহত ২
-
সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০১:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- ৫ বার