ঠাকুরগাঁও প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, শিক্ষার মানোন্নয়নের আওয়ামী লীগ সরকার চুপ করে নেই। শিক্ষার মান নিশ্চিত করতে সরকার কাজ করছে। শুধু শিক্ষা খাতেই নয়, প্রত্যেকটি খাতেই ব্যাপক উন্নয়ন করেছে এ আওয়ামী লীগ সরকার।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করে ক্ষমতায় আনতে হবে। তাহলেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সাংসদ রমেশ চন্দ্র সেন।
রমেশ চন্দ্র আরো বলেন, আগামী ২৯ মার্চ প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে আসবেন। তিনি বড়মাঠে বিশাল জনসভায় বক্তব্য দিবেন। তার আগমন মানে এই জেলার পরিবর্তন। তাই প্রধানমন্ত্রীর এই জনসভা সফল করার জন্য দলীয় নেতাকর্মী সহ সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.গোলাম কিবরিয়া মন্ডলের সভাপতিত্বে এসময় অন্যদের মাঝে বক্তব্য দেন , ৩০১ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা জাহান লিটা,সদর উপজেলা আ:লীগের যুন্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
বক্তব্য শেষে অতিথিগন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।