আজম রেহমান/শেখ সমশের আলী:::জেলার পীরগঞ্জ উপজেলার হাজীপুর,বৈরচুনা ও সৈয়দপুর ইউনয়নের ৪ টি গ্রামীন সড়ক সংস্কার কাজের আনুষ্টানিক উদ্বোধন করা হয়েছে।
এসব সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য মো. ইমদাদুল হক। উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী মো. ইসমাইল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আনিসুল কাদির সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অগ্রাধিকারভিত্তিতে গুরুত্বপূর্ন পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইআরআইডিপি-২) এর আওতায় সংসদ সদস্যের চাহিদার ভিত্তিতে পীরগঞ্জ থেকে ফকিরগঞ্জ ইউএনআর(সাটিয়া ছোটপুল) হতে নিরাশিপাড়া পর্যন্ত(ভায়া জয়নাল চেয়ারম্যানের বাড়ী) ৫শ’ মিটার রাস্তা রক্ষনাবেক্ষন কর্মসূচী রবিবার বিকেলে, ১১ নং বৈরচূনা ইউপি’র শিরাইল তেমাথা হতে জয়নাল চেয়ারম্যানের বাড়ী পর্যন্ত ১ কি.মি রাস্তা কার্পেটিং করণ, যার প্রাক্কলিত ব্যায় ৪৯লক্ষ ৮৭ হাজার ৮শ’ ৩০ টাকা, বাস্তবায়নকারী ঠিকাদার রাম বাবু,ঠাকুরগাঁও, ০৫ নং সৈয়দপুর ইউপি’র ভাবনাগঞ্জ হাট থেকে সৈয়দপুর ইউপি পর্যন্ত ৭শ’ মিটার সড়ক সংস্কার কাজের অনুমোদিত ব্যায় ৩২ লক্ষ ১০ হাজার ৪শ’ ২০ টাকা, যার বাস্তবায়নকারী ঠিকাদার আবু সিদ্দিক তোতা মিয়া, ও শিমুলবাড়ী হতে ফার্ম রাস্তা সংস্কার কাজ যার অনুেমাদিত ব্যায় ৩৩ লক্ষ ২০ হাজার ৫শ’৬৯ টাকা, বাস্তবায়নকারী ঠিকাদার জামাল উদ্দিন। এ ৩টি কাজ গত ৭ ডিসেম্বর বৃহষ্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসব কাজ আগষ্ট/১৭ থেকে আগষ্ট/১৮ ইং মাসের মধ্যে সমাপ্ত হবে বলে কার্যাদেশ এ উল্লেখ করা হয়েছে। কাজগুলোর তদারকির দায়িত্বে রয়েছেন উপ-সহকারী প্রকৌশলী মো. আনিসুল কাদির। তিনি নিয়মিত উপস্থিতির মাধ্যমে প্রত্যক্ষভাবে কাজগুলোর তদারকি ও বাস্তবায়নের দায়িত্ব পালন করছেন।
সংবাদ শিরোনাম
অধ্যাপক ইয়াসিন এমপি’র চাহিদার ভিত্তিতে এলজিইডি’র ৪ টি সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ১০:২৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
- ৫০৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ