স্টাফ করেসপন্ডেন্ট:: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির প্রতীকী অনশন কর্মসূচি নেতাকর্মীদের ঢল নেমেছে। সোমবার (০৯জুলাই) সকাল সাড়ে ৯টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির প্রতীকী অনশন কর্মসূচিতে শুরু হয় । অনশনে অংশ নিতে সকাল থেকেই খন্ড খন্ড ভাবে জড়ো হয় মহানগর নাট্যমঞ্চের সামনে নেতাকর্মীরা । এসয় নেতাকর্মীরা নানা স্লোগান দেন। এছাড়া, অনশনে উপস্থিত আছেন,বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইচ- চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ড. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নাল আবেদীন ফারুক, আতাউর রহমান ঢালী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়াসহ সিনিয়র নেতৃবৃন্দরা । এছাড়া ২০ দলীয় জোট শরিক নেতা মোস্তাফা জামাল হায়দায়, ফরিদুজ্জামান ফরফাদ, খন্দকার লুৎফর রহমান প্রমুখ উপস্থিত হয়েছেন। বিএনপির অনশনকে ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী । নাট্যমঞ্চের চারিদিকে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া র্যাব, ডিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও দেখা গেছে। অনশনে অংশ নিয়েছেন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা। এছাড়া ২০ দলীয় জোটের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদেরও সংহতি প্রকাশ করেছে। এই রিপোর্টি লেখা পর্যন্ত কাউকে অনশন থেকে গ্রেফতার বা আটকের খবর পাওয়া যায় নি।
সংবাদ শিরোনাম
মহানগর নাট্যমঞ্চে বিএনপির প্রতীকী অণশনে নেতাকর্মীদের ঢল
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ১২:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮
- ৩০৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ