সারাদিন ডেস্ক:: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মায়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর সিনিয়র পর্যায়ে ৪ দিনব্যাপী (০৯-১২ জুলাই ২০১৮) সীমান্ত সম্মেলন আজ ০৯ জুলাই ২০১৮ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে শুরু হয়েছে। মায়ানমারের চীফ অব পুলিশ জেনারেল স্টাফ, পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থান (Police Brigadier General Myo Than) এর নেতৃত্বে ১১ সদস্যের মায়ানমার প্রতিনিধিদল সীমান্ত সম্মেলনে যোগদান করেছেন। মায়ানমার প্রতিনিধিদলে মায়ানমার পুলিশ ফোর্সের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন। অপরদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ এর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিছুর রহমান, বিজিবিএম, এনডিসি (Brig Gen Md Anisur Rahman, BGBM, ndc) এর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোষ্ট গার্ড এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন। এবারের সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে; অবৈধ মাদকদ্রব্য/নেশাজাতীয় দ্রব্য বিশেষ করে ইয়াবা পাচার প্রতিরোধ, সীমান্তবর্তী এলাকায় মায়ানমারের বিজিপি ও সেনাবাহিনী কর্তৃক ফায়ারিং, মায়ানমার নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ, সীমান্তবর্তী এলাকায় মায়ানমারের সামরিক হেলিকপ্টার ও ড্রোন চলাচল, শূন্য লাইন হতে মাইন/আইইডি (ইম্প্রোভাইজ্ড এক্সপ্লোসিভ ডিভাইস) অপসারণ, বর্ডার লিয়াজোঁ অফিস স্থাপন, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বা অসতকর্তাবশত: সীমান্ত অতিক্রমের কারণে আটক/কারাভোগের পর নাগরিকদের স্বদেশে প্রত্যাবর্তন, সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণ কাজ বাস্তবায়ন এবং সীমান্তে নিরাপত্তা রক্ষায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ গ্রহন। বৈঠক শেষে আগামী ১২ জুলাই ২০১৮ তারিখ সকাল ০৯০০ ঘটিকায় যৌথ আলোচনার দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স-জেআরডি) স্বাক্ষরিত হবে এবং একই দিনে মায়ানমার প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করবেন।
সংবাদ শিরোনাম
বিজিবি-বিজিপি সিনিয়র পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০১:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮
- ৩০৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ