সারাদিন ডেস্ক::যশোর সদর আসনের চারবার সাংসদ সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে তার দল বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির এই নেতার মরদেহ সোমবার সকালে শেষবারের মত ঢাকার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হলে সহকর্মীরা তার কফিনটি দলীয় পতাকায় ঢেকে দেন।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রয়াত এ সহযোদ্ধার প্রতি। কফিনে ফুল দেওয়ার পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।পরে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতী দল, ড্যাব, অ্যাব,মৎস্যজীবী দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তরিকুল ইসলামের কফিনে শ্রদ্ধা নিরেবদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন পর্বের আগে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে তরিকুল ইসলামের জানাজা হয়।মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও বিএনপি নেতাদের মধ্যে আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আমিনুল হক, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, জয়নাল আবেদীন, এজেএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ভিপি জয়নাল আবেদীন, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, আবদুস সালাম আজাদ, আমিরুল ইসলাম আলিম এবং সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা জানাজায় অংশ নেন।২০ দলীয় জোটের নেতাদের মধ্যে মোস্তফা জামাল হায়দার, এম এ রকীব, মোস্তাফিজুর রহমান ইরান, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি মহিউদ্দিন ইকরাম, আহসান হাবিব লিংকন, শামীম সাঈদী জানাজায় ছিলেন।জানাজা শুরুর আগ মুহূর্তে কাতারে দাঁড়ানো নেতাদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলে দ্রুত তাকে কার্যালয়ের ভেতরে নিয়ে যাওয়া হয়।