ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ০৮ মার্চ ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংবাদকর্মী মামুনের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের অবস্থান কর্মসূচী, সন্ত্রাশীকে দল থেকে বহিষ্কার অনলাইন বই বাজার: ঘরে বসেই যে ১০ ওয়েবসাইট থেকে কিনতে পারেন পছন্দের বই পদোন্নতি পেয়ে সচিব হলেন সাত কর্মকর্তা স্টারলিংক এলে আর কেউ ইন্টারনেট বন্ধ করতে পারবে না: শফিকুল আলম গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করতেই পদত্যাগ করেছি: নাহিদ পীরগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত ১৭ লাখ মৃত ভোটার কবর থেকে ভোট দিয়েছে : সিইসি দেশ টিভির এমডি আরিফ গ্রেপ্তার চ্যানেল ওয়ান সম্প্রচারে বাধা নেই : আপিল বিভাগ স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম গড়ার লক্ষ্যে কাজ করছে কমিশন- গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ

ঠাকুরগাঁওয়ে জেলা বাস্তহারা লীগের কম্বল বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি::
ঠাকুরগাঁও জেলা আওয়ামী-বাস্তহারা লীগের উদ্যগে জেলার ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । জেলা প্রশাসন জেলা আওয়ামী-বাস্তহারা লীগের কাছে অসহায়, গরীব, দুস্ত ও ছিন্নমূল শীতার্থদের মাঝে দেওয়ার উদ্দেশ্যে এসব শীতবস্ত্র হসন্তার করেন । কম্বল পেয়ে ঠাকুরগাঁও পৌরসভার শান্তিনগর এলাকা আফরোজা বেগম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামার গরিব লার খোঁজ খবর রাখে সেই তাহানে শেখ হাসিনার সব সময় মঙ্গল কামনা করু। শ্রী ভবানন্দ রায় বলেন, হামার বাস্তহারা লীগ ১ টা মোটা কম্বল দিচে, কম্বলটা খুব ভাল, হামার উত্তরবঙ্গত বেশি ঠান্ডা ইডা বাংলাদেশের সবাই জানে। মুই শেখ সাহেবের বেটির জন্য দোয়া করিম। মনোয়ারা বেগম বলেন বাস্তহারা লীগ গরীবলার তাহানে কম্বল দেছে, কম্বল পাহেনে মহ খুব খুশি। এই জন্য মুই দোয়া করিম এবং প্রতিবছরে আমাদের গরীব মানুষ গুলাক যেন কম্বল দেয় । শেখের বেটি হাসিনা কুনঠে নাই। রাস্তা-ঘাট , স্কুল-কলেজ-মাদ্রাসার মেলা উন্নয়ন কইছে। ইডা হামার গরীবের সরকার । হামার খোঁজ খবর রাখে। কম্বল বিতরণ করার সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সদস্য সন্তোষ কুমার দাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (রানা), আরোও উপস্থিত ছিলেন জেলা বাস্তহারা লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শফির উদ্দিন দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি এস.এস দুলাল সরকার ।
উল্লেখ্য যে, জেলা আওয়ামী লীগ বাস্তহারা লীগ আগামীতে সমাজসেবা সহ অসহায় গরীব বাস্তহারা মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

সংবাদকর্মী মামুনের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের অবস্থান কর্মসূচী, সন্ত্রাশীকে দল থেকে বহিষ্কার

ঠাকুরগাঁওয়ে জেলা বাস্তহারা লীগের কম্বল বিতরণ

আপডেট টাইম ০১:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯

ঠাকুরগাঁও প্রতিনিধি::
ঠাকুরগাঁও জেলা আওয়ামী-বাস্তহারা লীগের উদ্যগে জেলার ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । জেলা প্রশাসন জেলা আওয়ামী-বাস্তহারা লীগের কাছে অসহায়, গরীব, দুস্ত ও ছিন্নমূল শীতার্থদের মাঝে দেওয়ার উদ্দেশ্যে এসব শীতবস্ত্র হসন্তার করেন । কম্বল পেয়ে ঠাকুরগাঁও পৌরসভার শান্তিনগর এলাকা আফরোজা বেগম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামার গরিব লার খোঁজ খবর রাখে সেই তাহানে শেখ হাসিনার সব সময় মঙ্গল কামনা করু। শ্রী ভবানন্দ রায় বলেন, হামার বাস্তহারা লীগ ১ টা মোটা কম্বল দিচে, কম্বলটা খুব ভাল, হামার উত্তরবঙ্গত বেশি ঠান্ডা ইডা বাংলাদেশের সবাই জানে। মুই শেখ সাহেবের বেটির জন্য দোয়া করিম। মনোয়ারা বেগম বলেন বাস্তহারা লীগ গরীবলার তাহানে কম্বল দেছে, কম্বল পাহেনে মহ খুব খুশি। এই জন্য মুই দোয়া করিম এবং প্রতিবছরে আমাদের গরীব মানুষ গুলাক যেন কম্বল দেয় । শেখের বেটি হাসিনা কুনঠে নাই। রাস্তা-ঘাট , স্কুল-কলেজ-মাদ্রাসার মেলা উন্নয়ন কইছে। ইডা হামার গরীবের সরকার । হামার খোঁজ খবর রাখে। কম্বল বিতরণ করার সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সদস্য সন্তোষ কুমার দাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (রানা), আরোও উপস্থিত ছিলেন জেলা বাস্তহারা লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শফির উদ্দিন দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি এস.এস দুলাল সরকার ।
উল্লেখ্য যে, জেলা আওয়ামী লীগ বাস্তহারা লীগ আগামীতে সমাজসেবা সহ অসহায় গরীব বাস্তহারা মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।