পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা বাজারে পুলিশের ভুয়া পরিচয়ে ২ মাদকসেবিকে আটকের পর নগদ ৭ হাজার টাকা ও ব্যবহৃত মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে আরো ৫০ হাজার টাকা দাবীর পর এলাকাবাসীর হস্তক্ষেপে নদীর ধার থেকে মোটর সাইকেলটি উদ্ধার হলেও আদায়কৃত টাকা উদ্ধার করা যায়নি।
জানা যায়, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে জনৈক হানিফুর রহমান হানিফ ও সহযোগী জাফর আলী ওষুধ কোম্পানীর মার্কেটিং অফিসারের পরিচয়ে বৈরচুনা বাজারে মাদকের ঘাটিতে গেলে স্থানীয় ৫ যুবক যথাক্রমে আজাদ-পিতা-অজ্ঞাত, আরিফুল পিতা আব্দুল কাফি মালদাহগা, জুয়েল পিতা মোফাজ্জল, রাজু পিতা মৃত সাত্তার মাধবপুর, অভি পিতা আজগর-পঞ্চায়েতপাড়া, ফরিদুল-পিতা অফিজ উদ্দিন(শুরু)-বীরদই, রায়হান পিতা রাজ্জাক ও শুভ উভয়ের সাং বৈরচুনা জোটবদ্ধভাবে ভুয়া পুলিশের পরিচয়ে অভিযান চালিয়ে ভয়ভীতি প্রদর্শন পূর্বক তাদেরকে আটক করে সাথে থাকা নগদ ৭ হাজার টাকা ও ব্যবহৃত হিরো গ্লামার মোটর সাইকেল, যার নং দিনাজপুর হ ১৭-১০০৯ ছিনিয়ে নেয় এবং মামলা থেকে বাচতে আরো ৫০ হাজার টাকা দাবী করেন। ঘটনাটি জানাজানি হলে ক্ষতিগ্রস্ত হানিফুর রহমান হানিফ বাদী হয়ে পীরগঞ্জ থানায় এ ব্যাপারে ৩১ মার্চ একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পরে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের হস্তক্ষেপে বিকেল ৩ টার দিকে ভুয়া পরিচয়দানকারী আরিফুলের নিকট হতে স্থানীয় বাসতলী নদীর ঘাটে মোটর সাইকেলটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের উদ্ধতন কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সংবাদ শিরোনাম
পুলিশ পরিচয়ে ছিনিয়ে নেয়া মোটর সাইকেল উদ্ধার
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০১:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯
- ৮৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ