ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মহেশখালীতে সড়ক না থাকায় ধান ক্ষেতের উপর দিয়ে লাশের খাঁটিয়া

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুটির জিরির উত্তরকুল নামক এলাকায় চলাচলের রাস্তা না থাকায় লাশবাহী খাটঁ বহন করে নিয়ে যেতে হচ্ছে ধান ক্ষেত বেয়ে।

প্রাপ্ত তথ্য নিয়ে জানা যায়, ছোট মহেশখালী ইউনিয়নের পুটির জিরির ব্রীজ হইতে মাইজপাড়া পযর্ন্ত একটি চলাচলের রাস্তা ছিল , কিছু মানুষ রূপী অমানুষ চলাচলের রাস্তা কেটেঁ ধানক্ষেতের চাষী জমিতে পরিনত করেছে । এ এলাকায় প্রায় ১ হাজার জনবসতি লোকের বসবাস রয়েছে । বসবাসরত লোকেরা অমানবিক ভাবে জীবনযাপন করে আসছে । মৃত্যুবাহী লাশ, ঝুকিঁপূর্ন রোগী, বিবাহ অনুষ্ঠানসহ গুরুত্বপূর্ন যে কোন কাজ করতে পারচ্ছে না এলাকার মানুষ গুলো । উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিরা থেকেও না থাকার সমান, তারা নির্বাচন আসলে লোভনীয় প্রলোভন দিয়ে মুল্যবান ভোট আদায় করে নির্বাচিত হয়ে চেয়ারে বসে সব ভুলে যাই। সুযোগ পেলে অত্যাচার নির্যাতনের স্ট্রিম রুলার চালায়। গত ২৩ আগষ্ঠ দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে মৃতু বরণ করেন পুটিরজিরি উত্তরকুল এলাকার মৃত শাহাব মিয়ার পুত্র মোহাম্মদ বকসু। তাকে কবরস্থানে দাফনের জন্য শনিবার ২৪ আগষ্ঠ দুপুর ১টার সময় আনা হয়েছে ধানক্ষেত বেয়ে।

দেখা গেছে , চলাচলের কোন রাস্তা না থাকায় লাশবাহী খাটঁ বহন করে আনা হয়েছে ধানক্ষেত বেয়ে।

এ ব্যাপারে সমাজসেবক ও রাজনীতিবিদ সিরাজুল মোস্তফা সিকদার কোম্পানী বাশিঁ জানান, এই এলাকায় পুর্বে একটি রাস্তা ছিল , অযোগ্য ও অদক্ষ নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ায় মানুষরুপী কিছু অমানুষেরা রাস্তা বিলীন করে ধান ক্ষেত করেছে , সার্বিক চিন্তা করতঃ প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা পুর্বের রাস্তাটি উদ্ধার করে বসবাসরত প্রায় ১হাজার জনগনের চলাচলের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

সমাজসেবক ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম জানান, নির্বাচিত জনপ্রতিনিধিদের সদিচ্ছা না থাকায় পুটিরজিরির এলাকায় বসবাসরত লোকেরা এতকষ্ট পাচ্ছে , একটা লাশবাহী খাটঁ যদি ধানক্ষেতের উপর বেয়ে আনতে হয় এটা খুব দুঃখজনক বলে মনে করেন তিনি । তাই এলাকাবাসির দাবীর প্রেক্ষিতে একটি সড়ক নির্মাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

মহেশখালীতে সড়ক না থাকায় ধান ক্ষেতের উপর দিয়ে লাশের খাঁটিয়া

আপডেট টাইম ১১:৪৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুটির জিরির উত্তরকুল নামক এলাকায় চলাচলের রাস্তা না থাকায় লাশবাহী খাটঁ বহন করে নিয়ে যেতে হচ্ছে ধান ক্ষেত বেয়ে।

প্রাপ্ত তথ্য নিয়ে জানা যায়, ছোট মহেশখালী ইউনিয়নের পুটির জিরির ব্রীজ হইতে মাইজপাড়া পযর্ন্ত একটি চলাচলের রাস্তা ছিল , কিছু মানুষ রূপী অমানুষ চলাচলের রাস্তা কেটেঁ ধানক্ষেতের চাষী জমিতে পরিনত করেছে । এ এলাকায় প্রায় ১ হাজার জনবসতি লোকের বসবাস রয়েছে । বসবাসরত লোকেরা অমানবিক ভাবে জীবনযাপন করে আসছে । মৃত্যুবাহী লাশ, ঝুকিঁপূর্ন রোগী, বিবাহ অনুষ্ঠানসহ গুরুত্বপূর্ন যে কোন কাজ করতে পারচ্ছে না এলাকার মানুষ গুলো । উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিরা থেকেও না থাকার সমান, তারা নির্বাচন আসলে লোভনীয় প্রলোভন দিয়ে মুল্যবান ভোট আদায় করে নির্বাচিত হয়ে চেয়ারে বসে সব ভুলে যাই। সুযোগ পেলে অত্যাচার নির্যাতনের স্ট্রিম রুলার চালায়। গত ২৩ আগষ্ঠ দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে মৃতু বরণ করেন পুটিরজিরি উত্তরকুল এলাকার মৃত শাহাব মিয়ার পুত্র মোহাম্মদ বকসু। তাকে কবরস্থানে দাফনের জন্য শনিবার ২৪ আগষ্ঠ দুপুর ১টার সময় আনা হয়েছে ধানক্ষেত বেয়ে।

দেখা গেছে , চলাচলের কোন রাস্তা না থাকায় লাশবাহী খাটঁ বহন করে আনা হয়েছে ধানক্ষেত বেয়ে।

এ ব্যাপারে সমাজসেবক ও রাজনীতিবিদ সিরাজুল মোস্তফা সিকদার কোম্পানী বাশিঁ জানান, এই এলাকায় পুর্বে একটি রাস্তা ছিল , অযোগ্য ও অদক্ষ নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ায় মানুষরুপী কিছু অমানুষেরা রাস্তা বিলীন করে ধান ক্ষেত করেছে , সার্বিক চিন্তা করতঃ প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা পুর্বের রাস্তাটি উদ্ধার করে বসবাসরত প্রায় ১হাজার জনগনের চলাচলের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

সমাজসেবক ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম জানান, নির্বাচিত জনপ্রতিনিধিদের সদিচ্ছা না থাকায় পুটিরজিরির এলাকায় বসবাসরত লোকেরা এতকষ্ট পাচ্ছে , একটা লাশবাহী খাটঁ যদি ধানক্ষেতের উপর বেয়ে আনতে হয় এটা খুব দুঃখজনক বলে মনে করেন তিনি । তাই এলাকাবাসির দাবীর প্রেক্ষিতে একটি সড়ক নির্মাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।