আজম রেহমান,পীরগঞ্জ(ঠাকুরগাঁও):: জেলার পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিন্দুল্যা পুকুরপাড়ায় জুয়রি আসর বসিয়ে জুয়া খেলায় মত্ত থাকায় থানা পুলিশ ৪ জুয়াড়ীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। গোপন সংবাদেও ভিত্তিতে থানার এসআই রতন চন্দ্র রায়ের নেতৃত্বে এসআই হালিম, এসআই ওয়ারেসুল ইসলাম মিরাজ ও সঙ্গীয় পুলিশ ফোস ২০ এপ্রিল রাত সাড়ে ১২ টার দিকে দৌলতপুর গ্রামের সিন্দুল্যা পুকুর পাড়ের জুয়ার আসওে অভিযান চালিয়ে ৪ জুয়ারী যথাক্রমে সোহেল (২০), রকি (১৭)পিতা আবুল কালাম আজাদ,মাসুদ রানা(১৮)পিতা রফিকুল ইসলামত্রয়ের সাং দৌলতপুর ও নরহরী রায়(৫০)পিতা পরানসু কে জুয়ার আসর থেকে ১ বান্ডিল তাস, জুয়া খেলার জন্য নগদ ১৪ শ’ টাকা সহ আটক করে। এসআই রতন চন্দ্র রায় বাদী হয়ে তাদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়। পরে সকালে আসামীদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়।
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ী আটক
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৫:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
- ৭৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ