ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আশুলিয়া ক্লাসিক বাস খাদে পড়ে গুরুতর আহত ১২

স্টাফ করেসপন্ডেন্ট : ঢাকার আশুলিয়ায় ‘আশুলিয়া ক্লাসিক’ নামের একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে উদ্ধারকর্মী দল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
আশুলিয়া থানাধীন মরাগাং এলাকায় শনিবার রাত ৯টা ১০ মিনিটে বেপরোয়াগামী ‘আশুলিয়া পরিবহণ’ এর ঢাকা মেট্রো ব- ১৫-০০২৩ নম্বরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। পরে এক ঘন্টা অভিযান চালিয়ে সড়ক থেকে ৩০ ফিট নিচের খাদের পানি থেকে অন্তত ১২ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে
আহতদের মধ্যে চার জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, মুন্সিগঞ্জ জেলার বেজগাও এলাকার আবুল শেখের ছেলে বিল্লাল হোসেন, ও তার বোন মানছুরা, একই এলাকার জালাল মিয়ার মেয়ে লিমা খাতুম ও আব্দুল মান্নানের ছেলে শাকিল। তারা বর্তমানে আশুলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম নতুন সময়কে বলেন, ‘আশুলিয়া ক্লাসিক (ঢাকা মেট্রো ব-১৫-০০২৩) যাত্রীবাহী পরিবহন ঢাকা থেকে নবীনগর যাওয়ার পথে আশুলিয়ার মরাগাং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ৩০ ফিট নীচে পানিতে পড়ে যায়। পরবর্তীতে সংবাদ পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আমার নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। প্রায় ১ ঘন্টার চেষ্টায় ১০/১২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পৌঁছানো হয়।
তিনি বলেন, আহতদের চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মুন্সিগঞ্জের বিল্লাল হোসেন ও তার বোন মানছুরা, লিমা খাতুন ও শাকিল।
এদিকে ঘটনাস্থলে থাকা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, ‘আহত যাত্রীদের অন্তত ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, এ দুর্ঘটনার দেড় মাস পূর্বে উত্তরার কামাড়পাড়া এলাকায় একই পরিবহনের অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আশুলিয়া ক্লাসিক বাস খাদে পড়ে গুরুতর আহত ১২

আপডেট টাইম ১২:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮

স্টাফ করেসপন্ডেন্ট : ঢাকার আশুলিয়ায় ‘আশুলিয়া ক্লাসিক’ নামের একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে উদ্ধারকর্মী দল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
আশুলিয়া থানাধীন মরাগাং এলাকায় শনিবার রাত ৯টা ১০ মিনিটে বেপরোয়াগামী ‘আশুলিয়া পরিবহণ’ এর ঢাকা মেট্রো ব- ১৫-০০২৩ নম্বরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। পরে এক ঘন্টা অভিযান চালিয়ে সড়ক থেকে ৩০ ফিট নিচের খাদের পানি থেকে অন্তত ১২ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে
আহতদের মধ্যে চার জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, মুন্সিগঞ্জ জেলার বেজগাও এলাকার আবুল শেখের ছেলে বিল্লাল হোসেন, ও তার বোন মানছুরা, একই এলাকার জালাল মিয়ার মেয়ে লিমা খাতুম ও আব্দুল মান্নানের ছেলে শাকিল। তারা বর্তমানে আশুলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম নতুন সময়কে বলেন, ‘আশুলিয়া ক্লাসিক (ঢাকা মেট্রো ব-১৫-০০২৩) যাত্রীবাহী পরিবহন ঢাকা থেকে নবীনগর যাওয়ার পথে আশুলিয়ার মরাগাং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ৩০ ফিট নীচে পানিতে পড়ে যায়। পরবর্তীতে সংবাদ পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আমার নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। প্রায় ১ ঘন্টার চেষ্টায় ১০/১২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পৌঁছানো হয়।
তিনি বলেন, আহতদের চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মুন্সিগঞ্জের বিল্লাল হোসেন ও তার বোন মানছুরা, লিমা খাতুন ও শাকিল।
এদিকে ঘটনাস্থলে থাকা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, ‘আহত যাত্রীদের অন্তত ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, এ দুর্ঘটনার দেড় মাস পূর্বে উত্তরার কামাড়পাড়া এলাকায় একই পরিবহনের অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছিলেন।