শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনে কালোবাজারিদের নিকট বিক্রির জন্য রাখা ট্রেনের টিকেটসহ সহকারী স্টেশন মাস্টারকে আটক করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী মাজিষ্ট্রেট ইয়াছিন আরাফাত রানা। পরে ১০ হাজার টাকা জরিমানা করে তাকে মুক্তি দেয়া হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে।
জানা যায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ঈদপূর্ব ট্রেনের টিকেট কালোবাজারি রোধে মঙ্গলবার বিকালে শায়েস্তাগঞ্জ রেল জংশনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় কালোবাজারে বিক্রির জন্য রাখা ১১টি টিকেটসহ সহকারী স্টেশন মাস্টার ওয়াহিদুর রহমানকে আটক করেন। পরে ওই সহকারী স্টেশন মাস্টার তার অপরাধ স্বীকার করে কৃতকর্মের জন্য ক্ষমা চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে।
সহকারী স্টেশন মাস্টার ওয়াহিদুর রহমানের নিকট থেকে উদ্ধার করা ১১ টি ট্রেনের টিকেট প্রধান স্টেশন মাস্টার সাইফুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়। পরে যাত্রীদের কাছে বিক্রির নির্দেশ দেয়া হয়।