ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভাল মানুষ থেকেইে ভাল মানুষ তৈরী হয়—ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক এমপি জাহিদুর রহমান ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ সাগর-রুনি হত্যা মামলা র‌্যাব থেকে তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে সংস্কারের পরেই নির্বাচন: ড. ইউনূস বশিরউদ্দীন ও ফারুকীকে কার বুদ্ধিতে নিলেন, প্রশ্ন মান্নার ভূমি সেবায় দুর্নীতি-অনিয়মে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা ভোট কারচুপির তদন্ত সাবেক ডিসি-এসপি-ইউএনওদের ঘুম হারাম আসিফ নজরুলকে হেনস্তা,দূতাবাসের কাউন্সেলরকে দেশে ফেরত, চাকরি হারাচ্ছেন স্টাফ হাসিনাকে ফেরানোর উদ্যোগ, যা বলছে আনন্দবাজার পীরগঞ্জ পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষকের রিরুদ্ধে এবার শিক্ষকদের ১২ দফা অভিযোগ

চোট নিয়েও স্যামির দুই ছক্কায় তামিমদের জয়

সারাদিন ডেস্ক:: তামিম ইকবালের ভূমিকা ছিল এক প্রান্ত আগলে রাখার। অনেকটা পারলেও শেষ করে আসতে পারলেন না কাজ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকে সাব্বির রহমান পারলেন না শেষের দাবি মেটাতে। তার পরও জিতেছে তাদের দল। পায়ে চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করতে নেমে পেশাওয়ার জালমিকে জিতিয়েছেন অধিনায়ক ড্যারেন স্যামি।

পিএসএলে বৃহস্পতিবার রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৫ উইকেটে হারিয়েছে পেশাওয়ার জালমি।

শারজাহতে টস হেরে ব্যাট করতে নেমে কোয়েটা ২০ ওভারে তোলে ১৪১ রান। ওপেনিংয়ে ৫ ছক্কায় ৩২ বলে ৪৭ করেন শেন ওয়াটসন। পাঁচে নেমে ২৫ বলে ৩৭ রাইলি রুশো।

পেশাওয়ারের উমাইদ আসিফ, ওয়াহাব রিয়াজ ও স্যামি নেন দুটি করে উইকেট।

রান তাড়ায় পেশাওয়ার চতুর্থ ওভারে হারায় কামরান আকমলকে। তিনে নেমে ১৪ বলে ২৩ করে ফেরেন ডোয়াইন স্মিথ।

তামিম শুরু করেছিলেন দৃষ্টিনন্দন কাভfর ড্রাইভে চার মেরে। তবে ক্রমেই নিজেকে গুটিয়ে নিয়ে কমিয়ে দেন শট খেলা। এগোচ্ছিলেন এক-দুই করে। মোহাম্মদ হাফিজের সঙ্গে তার জুটিতে পেশাওয়ার ছিল নিয়ন্ত্রণেই। তৃতীয় উইকেটে ৫৪ রান তোলেন দুজন।

এই জুটি ভাঙার পর পেশাওয়ারের পথ হারানো শুরু। ৩৪ বলে ২৯ রান করে ফেরেন হাফিজ। খানিক পর দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় তামিম হন রান আউট। ৩ চার ও ১ ছক্কায় করেছেন ৩৯ বলে ৩৭।

নিজের প্রথম ম্যাচেই সাব্বিরের সামনে ছিল নায়ক হওয়ার সুযোগ। বাঁহাতি পেসার রাহাত আলিকে প্যাডেল শটে চার মেরে আশাও জাগিয়েছিলেন। কিন্তু পরের বলেই ফুল টসে ক্যাচ দেন সীমানায়। ১১ রান করেছেন ১১ বলে।

চোট নিয়েই তখন ব্যাটিংয়ে নামেন স্যামি। প্রথম বলটা যখন তিনি খেলছেন, দলের প্রয়োজন ৭ বলে ১৬। প্রথম বলেই ছক্কা!

শেষ ওভারে প্রয়োজন ছিল ১০। আনোয়ার আলির করা প্রথম বলে খালিদ উসমানের সিঙ্গেল। দ্বিতীয় বলে পুল করে আবার স্যামির ছক্কা। তৃতীয় বলে রান নেই। পরের বলে মিড অফ দিয়ে গুলির বেগে চার। উল্লাসে মাতে পেশাওয়ার।

পেশাওয়ারের বিজয় উল্লাসের মধ্যমনি স্যামি। চোট পাওয়া পায়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন খুঁড়িয়ে খুঁড়িয়ে, বুক চিতিয়ে। বল হাতে ২ উইকেটের পর ব্যাট হাতে ৪ বলে ১৬ রানে ম্যাচ সেরা স্যামিই।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ভাল মানুষ থেকেইে ভাল মানুষ তৈরী হয়—ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক এমপি জাহিদুর রহমান

চোট নিয়েও স্যামির দুই ছক্কায় তামিমদের জয়

আপডেট টাইম ০৭:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮

সারাদিন ডেস্ক:: তামিম ইকবালের ভূমিকা ছিল এক প্রান্ত আগলে রাখার। অনেকটা পারলেও শেষ করে আসতে পারলেন না কাজ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকে সাব্বির রহমান পারলেন না শেষের দাবি মেটাতে। তার পরও জিতেছে তাদের দল। পায়ে চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করতে নেমে পেশাওয়ার জালমিকে জিতিয়েছেন অধিনায়ক ড্যারেন স্যামি।

পিএসএলে বৃহস্পতিবার রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৫ উইকেটে হারিয়েছে পেশাওয়ার জালমি।

শারজাহতে টস হেরে ব্যাট করতে নেমে কোয়েটা ২০ ওভারে তোলে ১৪১ রান। ওপেনিংয়ে ৫ ছক্কায় ৩২ বলে ৪৭ করেন শেন ওয়াটসন। পাঁচে নেমে ২৫ বলে ৩৭ রাইলি রুশো।

পেশাওয়ারের উমাইদ আসিফ, ওয়াহাব রিয়াজ ও স্যামি নেন দুটি করে উইকেট।

রান তাড়ায় পেশাওয়ার চতুর্থ ওভারে হারায় কামরান আকমলকে। তিনে নেমে ১৪ বলে ২৩ করে ফেরেন ডোয়াইন স্মিথ।

তামিম শুরু করেছিলেন দৃষ্টিনন্দন কাভfর ড্রাইভে চার মেরে। তবে ক্রমেই নিজেকে গুটিয়ে নিয়ে কমিয়ে দেন শট খেলা। এগোচ্ছিলেন এক-দুই করে। মোহাম্মদ হাফিজের সঙ্গে তার জুটিতে পেশাওয়ার ছিল নিয়ন্ত্রণেই। তৃতীয় উইকেটে ৫৪ রান তোলেন দুজন।

এই জুটি ভাঙার পর পেশাওয়ারের পথ হারানো শুরু। ৩৪ বলে ২৯ রান করে ফেরেন হাফিজ। খানিক পর দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় তামিম হন রান আউট। ৩ চার ও ১ ছক্কায় করেছেন ৩৯ বলে ৩৭।

নিজের প্রথম ম্যাচেই সাব্বিরের সামনে ছিল নায়ক হওয়ার সুযোগ। বাঁহাতি পেসার রাহাত আলিকে প্যাডেল শটে চার মেরে আশাও জাগিয়েছিলেন। কিন্তু পরের বলেই ফুল টসে ক্যাচ দেন সীমানায়। ১১ রান করেছেন ১১ বলে।

চোট নিয়েই তখন ব্যাটিংয়ে নামেন স্যামি। প্রথম বলটা যখন তিনি খেলছেন, দলের প্রয়োজন ৭ বলে ১৬। প্রথম বলেই ছক্কা!

শেষ ওভারে প্রয়োজন ছিল ১০। আনোয়ার আলির করা প্রথম বলে খালিদ উসমানের সিঙ্গেল। দ্বিতীয় বলে পুল করে আবার স্যামির ছক্কা। তৃতীয় বলে রান নেই। পরের বলে মিড অফ দিয়ে গুলির বেগে চার। উল্লাসে মাতে পেশাওয়ার।

পেশাওয়ারের বিজয় উল্লাসের মধ্যমনি স্যামি। চোট পাওয়া পায়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন খুঁড়িয়ে খুঁড়িয়ে, বুক চিতিয়ে। বল হাতে ২ উইকেটের পর ব্যাট হাতে ৪ বলে ১৬ রানে ম্যাচ সেরা স্যামিই।