অনলাইন রিপোর্টার ॥ গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো এবং গণবিরোধী বাজেটের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক তথ্যমন্ত্রী গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাঈদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, সংসদ সদস্য (এমপি) মোকাব্বির খান, সভাপতিমণ্ডলীর সদস্য আমসা আমিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা ও দায়বদ্ধতা নাই। তাই সরকারের ভ্রান্ত নীতি এবং ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে লাভবান করতেই বারবার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। অথচ বিশ্ববাজারে সম্প্রতি গ্যাসের মূল্য কমেছে। সরকার গ্যাসের মূল্য বাড়িয়ে জনগণকে ভোগান্তিতে ফেলেছে। এমন অবস্থায় গণআকাঙ্ক্ষাকে উপেক্ষা করতে পারে না গণফোরাম, তাই দেশব্যাপী মঙ্গলবার এ সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
একই সময়ে বিকল্পধারা বাংলাদেশ গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে এবং মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে।