ঠাকুরগাঁও প্রতিনিধি :: খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিএনপির মানববন্ধনে পুলিশের সাথে বিএনপি কর্মীর হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের লাঠিচার্জে জেলা বিএনপি’র প্রচার সম্পাদক রবিউল ইসলামসহ ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেন জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় শহরের চৌরাস্তায় এঘটনা ঘটে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতাকর্মীরা মানববন্ধন কর্মসুচি পালন করতে শহরের বিএনপি অফিসসংলগ্ন ওয়েল ফুডের সামনে জড়ো হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা ব্যানার নিয়ে দাঁড়ালে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে ব্যানার নিয়ে পুলিশ-বিএনপির নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। বাঁধা উপেক্ষা করে বিএনপির কর্মীরা কার্যালয়ের সামনে মানববন্ধনে দাঁড়ালে পুলিশ ধাওয়া দেয়। এসময় বিএনপি কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। ফলে পÐ হয়ে যায় বিএনপির মানববন্ধনটি।
জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান , এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন,পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দেয় এবং লাঠিচার্জ করে আমাদের জেলা বিএনপি’র প্রচার সম্পাদক রবিউল ইসলামসহ তিন জনকে আহত করে।
এ ব্যাপারে সদর থানার ওসি আব্দুল লতিফের বক্তব্য জানার জন্য টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।