স্টাফ রিপোর্টার : কি ভাবছেন, এটি কোনো ধান ক্ষেত? না এটা কোনো ধান ক্ষেত নয়। এটি রংপুরের ১৫ নম্বর কাবিলপুরের পীরগঞ্জ উপজেলার হলদিবাড়ি বাজার সড়ক। এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক এটি।
গাংজোয়ার, ফরিদপুর, জামিরবাড়ীসহ প্রতিদিন শিক্ষার্থীসহ হাজারো মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে। সড়কটিতে বৃষ্টি হলেই পানি জমে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। নিরুপায় স্থানীয় লোকজন।
১ কি. মি. রাস্তায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কে ছোট বড় যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে সড়কে চলাচলরত যানবাহন ও পথচারীদের জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে।
এ দিকে, এ সড়কে স্থানীয় কয়েকজনকে ধানের চারা রোপণ করে নিজেদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে উন্নয়নের জোয়ার বইলেও যারা মাথার ঘাম পায়ে ফেলে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দেশবাসীর খাদ্যের চাহিদার জোগান দেয়, সেই তৃণমূল পর্যায়ের প্রান্তিক কৃষকরা চিরকালই অবহেলিত। তাদের ভাগ্য ও জীবনমান উন্নয়নে কোনো সরকারই তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তবে উন্নয়ন হচ্ছে তাদের, যারা সরকারি দলের নাম ভাঙিয়ে খাদ্য জোগান দানকারী কৃষক শ্রমিক মেহনতি মানুষকে ঠকিয়ে দিনে দিনে আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে।
নির্বাচনে এমপি, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ সকলেই প্রতিশ্রুতি দিলেও ভোট শেষ এ সব ভুলে যায় বলে অভিযোগ ভুক্তভোগীদের।
তারা আরও বলেন, প্রতিদিনই খানাখন্দে পড়ে কেউ না কেউ আহত হচ্ছে, শিশুসহ অনেকেই অসুস্থ হচ্ছে। বৃষ্টি হলে হয়ে যায় রোপণ উপযুক্ত জমি। সড়কটির এই বেহাল দশা নিয়ে ১/২ জন বাদে কেউই কোনো শব্দ করেছেন এমনটা চোখে পড়েনি! তাহলে এ সব নেতারা জনবান্ধব, নাকি আত্মস্বার্থবান্ধব। আত্মস্বার্থবান্ধবদের পরিণতি কী হয়- ইতিহাস ঘাঁটলেই তা পাওয়া য়ায়। সড়কটি পাকাকরণের জন্য কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন রইল।