সারাদিন ডেস্ক:: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের বিজনেস ক্লাস থেকে একযাত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক সেলিম প্রধান ক্যাসিনো ব্যবসায়ী ও বিসিবির পরিচালক লোকমান হোসেনের অন্যতম সহযোগী বলে জানা গেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের বিজনেস ক্লাস থেকে তাকে নামিয়ে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানের বিসনেস ক্লাস থেকে সেলিমকে আটক করা হয়। সেলিম আওয়ামী লীগ নেতা। তার বাড়ি নারায়ণগঞ্জে। গ্রেফতার হওয়া বিসিবি পরিচালক লোকামান হোসেন ভূঁইয়ার সহযোগী তিনি।
সেলিম প্রধান অনলাইন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
লোকমানের ক্যাসিনো ব্যবসা দেখভাল এবং টাকা তুলে লোকমানের কাছে দিয়ে আসতেন তিনি। মোহামেডান ক্লাবে তারও আধিপত্য ছিল। লোকমানের ভয়ে কেউ কথা বলতো না। তিনিও বিদেশে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন বলে গোয়েন্দা তথ্য আছে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার আটকের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।