কমলা হ্যারিস মার্কিন মুলুকের ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে জানিয়েছিলেন, তিনি তার মা শ্যামলা গোপালান হ্যারিসের কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, যখন আমার ১৯ বছর বয়েস তখন আমার মা ভারত থেকে এখানে চলে এসেছিলেন। তখন তিনি সম্ভবত এই মুহূর্ত কল্পনাও করতে পারেননি। কিন্ত তিনি বিশ্বাস রেখেছিলেন আমেরিকার উপর। মা শ্যামলা গোপালন হ্যারিসের মেয়ে কমলা হ্যারিস ভোলেননি তাদের অতীতকে।
তিনি তার পরিবারকে ভুলতেও চাননি। নিজের আত্মকথায় কমলা লিখেছেন, শ্যামলা গোপালন হ্যারিসের মেয়ে এই পরিচয়টুকুর থেকে বড়ো কোন ও সম্মান পৃথিবীতে হতে পারে বলে আমি বিশ্বাসই করি না। উল্লেখ্য, এর আগে ভারতীয় কোন বংশদ্ভূত নারী মার্কিন যুক্তরাষ্ট্রের এতো পর্যায়ে প্রতিনিধিত্ব করেনি। এর আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন কমলা।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৫৫ বছর বয়সি এই রাজনীতিক দুই দলের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম এশীয় বংশোদ্ভূত হিসাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন।