ইয়াসিমন রেহমান অনন্যা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):: ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সরকারীভাবে গম সংগ্রহ অভিযানের উদ্দেশ্যে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন ও গম সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো.জাহিদুর রহমান জাহিদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.ইকরামুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো.রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লায়লা আরজু মান, উপজেলা প্রকৌশলী মো.শামিম আখতার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.জিয়াউল হক শাহ, খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আসাদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মো. মোশাররফ হোসেন, সাংবাদিক জাকির হোসেন সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন ।
উল্লেখ্য, পীরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬শ’২০ জন কৃষকের মধ্যে ১শ’৩৩ জন লটারিতে বিজয়ী হয়। খাদ্যবিভাগ জানায়, এবারে এ উপজেলায় ৩,৫৭৬ মে.টন গম সরাসরি কৃষকের নিকট হতে প্রতিকেজি ২৮ টাকা দরে, কৃষক প্রতি ১ মে.টন গম ক্রয় করা হবে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এ ক্রয় অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে গম সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৪:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- ১১৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ