শুক্রবার সরেজমিনে রাজধানীর শ্যামলী সমবায় বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, ধানমন্ডি, কলাবাগান, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মৌসুম না আসতেই আমদানি হয়েছে নানান শীতকালীন সবজি। শিমের সঙ্গে ছোট ছোট ফুলকপির দাম প্রতিটি ৪০ থেকে ৪৫ টাকা চাইছেন বিক্রেতারা।
সবজির বাজার
গাজর প্রতি কেজি ৮০ টাকা ও টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে, লাউ প্রতি পিস ৫০ টাকা, শশা প্রতি কেজি ৫০ টাকা, কালো বেগুন ৯০ থেকে ১০০ টাকা, ঝিংগা ৬০ টাকা, কাকরোল ৫০ টাকা, উচ্ছে ৬০ টাকা, চিচিংগা ৫০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ঢেড়শ ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, কচুর মুখি ৫০ টাকা, লাল গোল আলু ৩০ টাকা, সাদা গোল আলু ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। চাল কুমড়া পিস ৪০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৪০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা ও কাঁচকলার হালি ৩০ থেকে ৪০ টাকা। মূলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।
মাছের বাজার
গত সপ্তাহের মত এই সপ্তাহেও বাজারে বড় ইলিশ মাছ (দেড় কেজি) প্রতি পিস বিক্রি হচ্ছে ১৪০০ টাকা দরে। রুই মাছ আকার ভেঁদে কেজি ২৪০ থেকে ৪৫০ টাকা, কাতল মাছ আকার ভেদে ২৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪৫০ টাকা, বেলে ৪০০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, চিংড়ি ৪৫০ থেকে ৬০০ টাকা, টেংরা ৭০০, পাঙ্গাস মাছ প্রতি কেজি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাংসের বাজার
গত সপ্তাহের মত বাজারে প্রতি কেজি খাসির মাংস ৮০০ থেকে ৯০০ টাকা, গরুর মাংস প্রতিকেজি ৫৮০ থেকে ৬০০ টাকা ও প্রতি কেজি সোনালি (কক) মুরগি বিক্রি হচ্ছে ২৩৫ থেকে ২৪০ টাকায়। লেয়ার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা ও ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা।