ডেস্ক:: নিরাপত্তা ঝুঁকির কথা তুলে এবার টিকটক ছাড়ছে অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম স্কাই নিউজ। এর আগে একই কারণে একাধিক পশ্চিমা দেশ সরকারি কর্মকর্তাদের জন্য টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার স্কাই নিউজ অস্ট্রেলিয়ায় প্রকাশিত এক রিপোর্টে টিকটকের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরেন ডিজিটাল এডিটর জ্যাক হিউটন। এতে তিনি টিকটককে একটি বেইজিং নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম বলে দাবি করেন। এই অ্যাপে যারা সংবাদ প্রচার করেন, তারা সকলেই গুরুতর ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেন তিনি।
হিউটন আরও বলেন, টিকটক আসলে একটি গোয়েন্দা নেটওয়ার্ক, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এর আগেও প্রমাণ পাওয়া গেছে যে টিকটক অবৈধভাবে সাংবাদিক, নাগরিক এবং রাজনীতিবিদদের তথ্য চুরি করে। তাই আমরা সকল গণমাধ্যমের কাছে আহ্বান জানাচ্ছি, যাতে তারা এই ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এবং সামান্য কিছু ‘মূল্যহীন’ ভিউ-এর জন্য টিকটক ব্যবহার বন্ধ করে দেয়।
এদিকে বিষয়টি নিয়ে টিকটকের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে টিকটকের জেনারেল ম্যানেজার লি হান্টার বলেন, তিনি স্কাই নিউজের এমন সিদ্ধান্তকে সম্মান করেন। তবে তিনি যে অভিযোগ তুলেছেন তা উড়িয়ে দেন লি। তা ভাষায়, টিকটকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো একদমই মিথ্যা এবং আমরা কঠিনতম ভাষায় তা প্রত্যাখ্যান করছি।এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, টিকটক আসলে চীনা সরকারের হয়ে কাজ করে।
তার পরেও পশ্চিমা দেশগুলোতে টিকটক নিয়ে উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। টিকটক ছাড়াও ফেসবুক, টুইটারের মতো অন্য সোশ্যাল মিডিয়াগুলোও ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে। তবে চীন যেহেতু দিন দিন পশ্চিমা বিশ্বের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে ফলে দুই পক্ষের মধ্যে অবিশ্বাসও বাড়ছে। চীনে ফেসবুক ও টুইটারের মতো জনপ্রিয় পশ্চিমা সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ।