আজম রেহমান,ঠাকুরগাঁও:: জেলার পীরগঞ্জ উপজেলায় মোবাইল চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। ২৭ এপ্রিল বিকেলে চোরাই মোবাইল ফোন শহরের একটি দোকাণে বিক্রি করতে গিয়ে ২ জন ও তাদের স্বীকারোক্তিমতে আরো ২ জন সহ পুলিশের হাতে ৪ সদস্য গ্রেপ্তার হয়। জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২ টা থেকে ৪ টার মধ্যে ৭ নং হাজীপুর ইউনিয়নের খটসিঙ্গা বাহারের স্মার্ট টেলিকম দোকানের চালার টিন কেটে চোরেরা দোকানে প্রবেশ করে এবং ৫৬টি মোবাইল ফোন সেট সহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। চুরির পরদিন বিকেলে পীরগঞ্জ শহরের মাসুদ মোবাইল জোন এ কয়েকটি সেট বিক্রির জন্য ২ যুবক গেলে দোকানীর সন্দেহ হয় এবং তিনি কৌশলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সংবাদ দেন। বিসয়টি পুলিশ কে জানানো হলে এসআই সবুজ চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তিমতে অপর ২ আসামী হাবিবুর রহমান ও সাইফুল ইসলাম কে গ্রেপ্তার করেন এবং আসামীদের হেফাজতে থাকা ১৮ টি মোবাইল ফোন সেট উদ্ধারপূর্বক জব্দ করেন। এ ঘটনায় দোকানের কর্মচারী, দেহানগর গ্রামের শালমান সাহ বাদী হয়ে আ্সামী যথাক্রমে ১.হাবিবুর রহমান(২০) পিতা সোলেমান আলী, সাং শাশোহর ২. সাইফুল ইসলাম(২১), পিতা মৃত কুসুমদ্দিন, গ্রাম-একান্নপুর, ৩,জীবন আলী(২২) পিতা মফিজুল হক, ৪, রবিউল ইসলাম(২০)পিতা হায়দার আলী, উভয়ের গ্রাম বেগুনগাঁও সহ অজ্ঞাতনামা আরো ২ জনের বিরুদ্ধে পেনাল কোড ৪৬১/৩৮০/৪১১ ধারায় একটি মামলা করেছে। পীরগঞ্জ থানার মামলা নং ৩৪ তারিখ ২৭.০৪.২৪ইং। আসামীদের ২৮ এপ্রিল সকালে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম
মোবাইল চোর সিন্ডিকেটের ৪ সদস্য গ্রেপ্তার,১৮ মোবাইল উদ্ধার
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৪:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- ৪৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ