ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

পীরগঞ্জে সরকারি গাছ কাটার ঘটনায় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেনি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ঘোড়াধাপ মৌজার রাস্তার ধারের সরকারী গাছ কাটার অভিযোগে কাটা গাছ জব্দ করা হলেো কর্তনকারীদের বিরুদ্ধে এখনো আইনগত ব্যাবস্থা গ্রহন করা হযনি।
বাংলাদেশ জিও কোড ঠাকুরগাঁও জেলা থার্ড ৭ বিভাগ ৫৫ রংপুর জেলা ৯৪ ঠাকুরগাঁও থানা কোড ৮২ পীরগঞ্জ (ইউনিয়ন পুরাতন কোড ২৫ জনগাঁ) ইউনিয়ন নতুন কোড ১৫১ ভোমরাদহ) মৌজা/ মহল্লা পুরাতন কোর্ট ৪১৪ মৌজা কোট পুরাতন ২৮৩ মৌজা কোট নতুন ১২ ঘোড়াধাপ ২২৬.৫৭.এ সিএস খতিয়ান ৭ সিএস খতিয়ান ৩৪ খতিয়ান ১৫৩ এস এ ট্যাক্স ২৩২৪ খতিয়ান ৪৬ । প্লট নম্বর ৫৩২ জমির পরিমাণ ৫২ শতক।
উল্লেখিত জমির উপর অবস্থিত ৩ টি ফলজ এবং বনজ গাছ স্থানীয় নজরুল ইসলাম ও মোহাম্মদ আলী পরস্পর যোগসাজসে রাতের আধারে অবৈধবাবে লােকচক্ষুর আড়ালে ৩ টি গাছ বিক্রির উদ্দেশ্যে কেটে ফেলেন। বিষয়টি উপজেলা ভূমি প্রশাসন জানতে পেরে ২ টি কাটা গাছ জব্দ করেন।
ফুল মুহাম্মদ আন্তর্জাতিক স্মৃতি সংসদ এর চেয়ারম্যান ওমর ফারুক হোসাইন অভিযোগ করেন যে আমাদের সুনির্দিষ্ট রাস্তা না থাকায় সরকারি সার্ভেয়ার তদন্ত চলাকালে ৪৬ নাম্বার খতিয়ানের ভূমির সীমানা নির্ধারণ করে দেয়ার জন্য প্রসাশনের সহায়তা প্রার্থনা করেছেন।
এই ব্যাপারে গাছ কর্তন কৃত ব্যাক্তি নজরুল ইসলাম ও আহম্মদ আলী আউলিয়া সাথে কথা বলার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
গাছ জব্দের বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত মুঠো ফোনে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) বিদ্যুৎ চেৌধুরীর সাথে কথা বলে জানা গেছে ,এ পর্যন্ত এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ

পীরগঞ্জে সরকারি গাছ কাটার ঘটনায় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেনি

আপডেট টাইম ১২:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ঘোড়াধাপ মৌজার রাস্তার ধারের সরকারী গাছ কাটার অভিযোগে কাটা গাছ জব্দ করা হলেো কর্তনকারীদের বিরুদ্ধে এখনো আইনগত ব্যাবস্থা গ্রহন করা হযনি।
বাংলাদেশ জিও কোড ঠাকুরগাঁও জেলা থার্ড ৭ বিভাগ ৫৫ রংপুর জেলা ৯৪ ঠাকুরগাঁও থানা কোড ৮২ পীরগঞ্জ (ইউনিয়ন পুরাতন কোড ২৫ জনগাঁ) ইউনিয়ন নতুন কোড ১৫১ ভোমরাদহ) মৌজা/ মহল্লা পুরাতন কোর্ট ৪১৪ মৌজা কোট পুরাতন ২৮৩ মৌজা কোট নতুন ১২ ঘোড়াধাপ ২২৬.৫৭.এ সিএস খতিয়ান ৭ সিএস খতিয়ান ৩৪ খতিয়ান ১৫৩ এস এ ট্যাক্স ২৩২৪ খতিয়ান ৪৬ । প্লট নম্বর ৫৩২ জমির পরিমাণ ৫২ শতক।
উল্লেখিত জমির উপর অবস্থিত ৩ টি ফলজ এবং বনজ গাছ স্থানীয় নজরুল ইসলাম ও মোহাম্মদ আলী পরস্পর যোগসাজসে রাতের আধারে অবৈধবাবে লােকচক্ষুর আড়ালে ৩ টি গাছ বিক্রির উদ্দেশ্যে কেটে ফেলেন। বিষয়টি উপজেলা ভূমি প্রশাসন জানতে পেরে ২ টি কাটা গাছ জব্দ করেন।
ফুল মুহাম্মদ আন্তর্জাতিক স্মৃতি সংসদ এর চেয়ারম্যান ওমর ফারুক হোসাইন অভিযোগ করেন যে আমাদের সুনির্দিষ্ট রাস্তা না থাকায় সরকারি সার্ভেয়ার তদন্ত চলাকালে ৪৬ নাম্বার খতিয়ানের ভূমির সীমানা নির্ধারণ করে দেয়ার জন্য প্রসাশনের সহায়তা প্রার্থনা করেছেন।
এই ব্যাপারে গাছ কর্তন কৃত ব্যাক্তি নজরুল ইসলাম ও আহম্মদ আলী আউলিয়া সাথে কথা বলার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
গাছ জব্দের বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত মুঠো ফোনে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) বিদ্যুৎ চেৌধুরীর সাথে কথা বলে জানা গেছে ,এ পর্যন্ত এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি।