ঠাকুরগাঁও:: গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান বলেছেন, মানুষ নতুন নেতৃত্বের জন্য মুখিয়ে আছে। আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ।
তিনি আরো বলেন, এমপির ছেলে এমপি হবে আর মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে। এই জামানা বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করেছি আমরা। আগামীতে যার যোগ্যতা আছে, দেশপ্রেম আছে তারাই এ সংসদে বসবে-তারাই দেশ চালাবে। তিনি গত বুধবার দুপুর হতে রাত পর্যন্ত ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী উপজেলার ৮ টি ইউনিয়নে বিভিন্ন এলাকায় শতাধিক মটরসাইকেল বহর নিয়ে মটর সাইকেল শোভাযাত্রা বের করে। পৃথক পৃথক ভাবে বাদামবাড়ী হাট, বালিয়া বাজার, পাড়িয়া বাজার, লাহিড়ী হাট ও বালিয়াডাঙ্গী চৌররাস্তা প্রাণ কেন্দ্রসহ ১০টি পথসভায় বক্তৃতা কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, কথা পরিস্কার, এই বালিয়াডাঙ্গীতে আজ থেকে কোন সরকারি দপ্তরে আর ঘুষ বাণিজ্য চলবে না। কনকনে শীতের মধ্যে আমার এলাকার মানুষ অপেক্ষা করছেন কিছু কথা শোনার জন্য । মানুষের অপরিসীম দোয়া ও ভালোবাসা নিয়ে সারা জীবন কাজ করে যেতে চায়।