সারাদিন ডেস্ক::একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে সাবেক এমপি হাফিজ উদ্দিনের মনোনয়নের দাবীতে ৩০ নভেম্বর সাংবাদিক সম্মেলন করেছে এরশাদ সমর্থিত জাতীয় পার্টি পীরগঞ্জ উপজেলা শাখা। উপজেলা সভাপতি আলহাজ্ব ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সহ.সভাপতি মো. দবিরুল ইসলাম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাধারন সম্পাদক উপাধ্যক্ষ মো.ফয়জুল ইসলাম, সভাপতি ইসাহাক আলী, দবিরুল ইসলাম, আনারুল ইসলাম সহ অন্যান্যরা। সম্মেলনে নেতারা বলেন, এই আসনে জাতীয পার্টির নেতা সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ ৩ বার সংসদ সদস্য এবং দীর্ঘদিন জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তাই এলাকায় জনপ্রিয়তা এবং এলাকার দৃশ্যমান উন্নয়নসমূহ তার মাধ্যমেই হয়েছে। । মহাজোটের মনোনয়ন তাকে না দিয়ে অন্য কাউকে দেয়া হলে আসনটি এবার হাতছাড়া হবে বলে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবী করা হয়, এ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জাপা’র প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাপা’র সভাপতি হাফিজউদ্দীন আহমেদ এরই মধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে তাকে না পেলে জাতীয় পার্টির ভোটগুলি মহাজোটের বিপক্ষে অংশ নিতে পারে। এতে আসনটি মহাজোটের হাত ছাড়া হওয়ার সম্ভবনা রয়েছে। ১৪ দল তথা মাহজোটের প্রার্থী হিসেবে ইয়াসিন আলীকে নৌকা মার্কা দিলেও তার জেতার সম্ভাবনা নেই। এ অবস্থায় হাফিজউদ্দীনকে মহাজোটের প্রার্থী হিসেবে ঘোষনার দাবী জানান জাতীয়পার্টি।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নের দাবীতে সাংবাদিক সম্মেলন
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৩:৪৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮
- ৯৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ