ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগায়ে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান এমপি রমেশ চন্দ্র সেন সহ অন্যান্য ছয় জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসক কর্যালয়ের সভাকক্ষে যাচাই বাছাই শেষে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম এ ঘোষনা দেন।
এসময় ঠাকুরগাঁও এক আসনের ধানের শিষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। প্রস্তাবকারি ও সমর্থনকারি না থাকায় অবৈধ ঘোষনা করা হয় এক আসনের জাকের পার্টির আল মামুনের মনোনয়ন। এছাড়া দুপুর ১২ টায় ঠাকুরগাঁও ২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দাখিলকৃত ৭ জন প্রার্থীকে বৈধ বলে ঘোষণা দেন জেলা রির্টানিং অফিসার।
পরে বিকেলে ঠাকুরগাঁও ৩ আসনের ১২জন প্রার্থীর মধ্যে চার জনের মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়েছে। এরা হলেন, বিকল্পধারার এস এম খলিলুর রহমান, গোপাল চন্দ্র রায় স্বতন্ত্র, আব্দুল জলিল স্বতন্ত্র ও রাজেন্দ্র নাথ রায় স্বতন্ত্র। এসময় যাচাই বাছাই কার্যক্রমে জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ছাড়াও অন্যান্য দলের প্রার্থীদের প্রস্তাবকারি, সমর্থনকারী, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২৮ নভেম্বর ঠাকুরগাঁওয়ে নিজ জেলার এক আসনে মনোনয়ন দাখিল করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।