সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে অপরাজেয় ৭১ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জেলা প্রশাসন, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন অঙ্গসংগঠন।রবিবার সূর্যোদয়ের সাথে সাথে বিউগল বাজিয়ে ও তপ্পোধ্বনী দিয়ে স্বাধীনতার শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কূরাইশী, সিভিল সার্জন ডা. আবু মো. খায়রুল কবির, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া মন্ডল, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের পক্ষ হতে শহীদদের শ্রদ্ধা জানিয়ে অপরাজেয় ৭১ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় ও দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।